একসময়ে স্কুলের বন্ধু কিন্তু হঠাৎ কটাক্ষে দূরত্ব তৈরি হয়েছে উভয়েরই। কথা হচ্ছে সারা আলি খান এবং ওরির। বেশ ভালো বন্ধুত্ব তাঁদের। কিন্তু সেই বন্ধুত্বে হঠাৎই ভাঁটা পড়েছে। তাঁর অন্যতম কারণ সাম্প্রতিক কালে সারার প্রতি ওরির কটাক্ষ। অন্তর্বাস পরে সারাকে রীতিমতো কটাক্ষ করেছিলেন ওরি তথা ওরহান আত্রামানি। ছেড়ে কথা বলেননি অমৃতা সিংকেও। এবার সরাসরি আওইফ পুত্র ইব্রাহিমকেও 'নির্লজ্জ' বলে সম্বোধন করলেন ওরি। যা এই চর্চায় রীতিমতো ঘৃতাহুতি দিয়েছে।
সম্প্রতি এলভিশ যাদবের পডকাস্ট শোয়ে এসে ওরি এমন নানা বিস্ফোরক মন্তব্য করেন পতৌদি পরিবারের এই সদস্যদের সম্পর্কে। তাঁকে ওই শোয়ে প্রশ্ন করা হয় যে, বলিউডে সবথেকে নির্লজ্জ যদি কেউ থেকে থাকে তাহলে তা কে? এই প্রশ্নের উত্তরে ওরি বলেন, "এটা এক এবং একমাত্র ইব্রাহিম। কারণ ওর মতো নির্লজ্জ আর কেউ নেই বলিউডে। তুমি ওকেও ডাকতে পার তোমার শোয়ে।" এমনকী ওই পডকাস্ট শোয়েই সারার সঙ্গে বন্ধুত্ব নিয়েও মুখ খোলেন ওরি। তিনি বলেন, একটি অ্যাপে সারাকে নিয়ে প্রচুর প্রশ্ন করতেন অনেক মানুষ। আমি তা নিয়ে উত্তরও দিতাম। কিন্তু তখনও আমি সারাকে ব্যক্তিগতভাবে চিনি না। এরপর যখন আমরা নিউ ইয়র্কে যাই সেখানে গিয়ে আমার সঙ্গে সারার প্রথম মুখোমুখি দেখা হয়। আমরা ডিনার সারতেও গিয়েছিলাম। এরপর সারা আমাকে পতৌদি প্যালেসে আমন্ত্রণও জানিয়েছিল। কিন্তু কি খাইয়েছিল? না ছোলে ভাতুরে। যা খেয়ে আমি রীতিমতো তিতিবিরক্ত হয়ে গিয়েছিলাম। আমাদের যে বন্ধুত্ব নিউ ইয়র্কে শুরু হয়েছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।"
উল্লেখ্য, এই জটিলতার বীজ বুনেছেন ওরি নিজেই। সম্প্রতি রিল ভিডিওয় ওরিকে বলতে শোনা যায়, “সারা, অমৃতা, পলক- এই তিনটে নাম অত্যন্ত খারাপ।” একথা কারও অজানা নয় যে, সারা আলি খানের মা তথা সইফের প্রথম পক্ষের স্ত্রীয়ের নাম অমৃতা সিং। অন্যদিকে বলিপাড়ায় কান পাতলেই বছর দেড়েক ধরে সারার ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির প্রেমের গুঞ্জন শোনা যায়। আর ওরির এহেন মন্তব্যের পরই কোনওরকম প্রতিক্রিয়া না দিয়ে সারা-ইব্রাহিম দু’জনেই ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। ওরিকে ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে ইতিমধ্যে সারা সতর্ক করে বলেছেন 'বিতর্কে জড়িও না।' অন্যদিকে এই কাদা ছোড়াছুড়ির মধ্যে ওরি অবশ্য বলেছেন এই তিক্ততার অবসান ঘটবে অমৃতা সিং তাঁর কাছে ক্ষমা চাইলে।
