shono
Advertisement
Parineeti Chopra

পরিণীতিপুত্রর জন্য আমেরিকা থেকে দামি উপহার পাঠালেন 'মাসি-মেসো' প্রিয়াঙ্কা-নিক, দিদি মালতি কী দিল?

উপহারের ঝলক দেখিয়ে দিদি-জামাইবাবুকে কী বললেন পরিণীতি চোপড়া?
Published By: Sandipta BhanjaPosted: 06:26 PM Nov 21, 2025Updated: 07:44 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবা হিসেবে সদ্য নতুন ইনিংস শুরু করেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা। ১৯ অক্টোবর তারকাদম্পতির কোল আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। এইমুহূর্তে চুটিয়ে 'প্যারেন্টহুড' উপভোগ করছেন রাঘব-পরিণীতি। দিন দুয়েক আগেই ছেলে নীরের ছবি প্রকাশ্যে এনেছেন। তবে মুখ না দেখালেও খুদের তুলতুলে ছোট্ট পা দেখে আদরে ভরিয়েছেন সিনেইন্ডাস্ট্রির তারকা সহকর্মী থেকে ভক্তমহল। এবার বোনপোর মার্কিন মুলুক থেকে বহুমূল্য উপহার পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে অবশ্য 'মেসো' নিক জোনাসের কৃতীত্বও রয়েছে।

Advertisement

নিক-প্রিয়াঙ্কার পাঠানো বাক্সভর্তি উপহারের ছবি শেয়ার করে ছোট্ট নীরের তরফে 'মাসি-মেসো'কে ধন্যবাদ জানালেন পরিণীতি চোপড়া। কী কী রয়েছে সেই উপহারের বাক্সে? ছোট্ট জামাজোড়া, জুতো, টেডি বিয়ার, চুলের ব্রাশ থেকে সোয়েটার-সহ বাচ্চার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসে ঠাসা সেই উপহারের বাক্স। আর সেই ছবি শেয়ার করেই মিষ্টি বার্তায় ধন্যবাদ জানালেন পরিণীতি। অভিনেত্রী লিখেছেন, 'ইতিমধ্যেই নীর আদরে পরিপূর্ণ। ধন্যবাদ মিমি মাসি, নিক মেসো আর মালতি দিদি।'

প্রসঙ্গত, রাঘব-পরিণীতির বিয়েতে নিক-প্রিয়াঙ্কা না আসায় কম চর্চা হয়নি বিনোদুনিয়ায়। শোনা গিয়েছিল, দুই বোনের মধ্যে নাকি মন কষাকষি হয়েছে! তারপর থেকে আর একফ্রেমে পাওয়া যায়নি প্রিয়াঙ্কা-পরিণীতিকে। তবে 'বোনপো' হওয়ার খবর শুনে মার্কিন মুলুকে আনন্দে লাফিয়ে উঠেছিলেন 'দেশি গার্ল'। সোশাল মিডিয়ায় শুভেচ্ছাও জানান। এবার বোনপোকে উপহারে ভরিয়ে দিলেন প্রিয়াঙ্কা।

গত বুধবার নিজের ইনস্টাগ্রাম পেজে দুটি ছবি পোস্ট করেছিলেন পরিণীতি। যার একটিতে দেখা যায়, খুদের নরম, গোলাপি ছোট্ট দুই পায়ে চুমু খাচ্ছেন রাঘব-পরিণীতি। পরের ছবিতে তারকাদম্পতির হাতের তালুতে ধরা একরত্তির পায়ের পাতা। ছবির সঙ্গে সংস্কৃত শ্লোকে অভিনেত্রী লেখেন, 'জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম- তত্র ইভ নীর।' সেই পোস্টেই পরিণীতির সংযোজন, 'জীবনের এক অনন্ত ফোঁটায় আমাদের হৃদয় শান্তি খুঁজে পেয়েছে। আমরা ওর নাম রেখেছি নীর। বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিণীতির ছেলের জন্য মার্কিন মুলুক থেকে বহুমূল্য উপহার পাঠালেন নিক-প্রিয়াঙ্কা।
  • ছোট্ট নীরের তরফে 'মাসি-মেসো'কে ধন্যবাদ জানালেন পরিণীতি চোপড়া।
  • ছোট্ট জামাজোড়া, জুতো, টেডি বিয়ার, চুলের ব্রাশ থেকে সোয়েটার-সহ বাচ্চার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসে ঠাসা সেই উপহারের বাক্স।
Advertisement