shono
Advertisement

‘এই যুদ্ধে শারীরিক শক্তিই একমাত্র অস্ত্র’, করোনামুক্ত অভিনেতা পূরব কোহলি ও তাঁর পরিবার

চিকিৎসক এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। The post ‘এই যুদ্ধে শারীরিক শক্তিই একমাত্র অস্ত্র’, করোনামুক্ত অভিনেতা পূরব কোহলি ও তাঁর পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 AM Apr 11, 2020Updated: 11:03 AM Apr 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “সকলকে ধন্যবাদ আমাদের পরিবারের পাশে থাকার জন্য। আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা কিন্তু এখন পুরো সুস্থ এবং করোনামুক্ত”, জানালেন বলিউড অভিনেতা পূরব কোহলি। দিন চারেক আগেই খবর মিলেছিল যে পূরব এবং তাঁর গোটা পরিবার করোনা আক্রান্ত হয়েছেন। যথাযথ নিয়ম মেনে যে চিকিৎসা এবং ওষুধপত্র সবই চলছিল, সেকথাও ইনস্টাগ্রামের এক দীর্ঘায়িত পোস্টে জানিয়েছিলেন অভিনেতা। পূরবের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বলিউডে তাঁর সহকর্মীরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার রাতে অভিনেতা সবাইকে আশ্বস্ত করলেন যে তিনি এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান এখন পুরোপুরি করোনা আক্রান্ত।  

Advertisement

সুস্থ হয়ে ওঠার পর পূরবের মন্তব্য, “দয়া করে মনে রাখবেন, এটা ঘরে থাকার সময়। হ্যাঁ, এটা একটু কষ্টকর বটে! কিন্তু এই মহামারী থেকে বাঁচতে আগে এর রাশ টানা দরকার আমাদের। তারপর শক্তি সঞ্চয় করার জন্য যথাযথ বিশ্রাম নিয়ে শরীরকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে হবে। ঈশ্বর না করুন, যে আপনার শরীরেও এই মারণ ভাইরাস থাবা বসাক! কিন্তু মনে রাখবেন, এই ভাইরাসের সঙ্গে মোকাবিলায় কিন্তু আপনার শরীরই আসল অস্ত্র। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভিতর থেকে প্রচুর এনার্জির দরকার হয় এই সময়ে।”

শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি তাঁর শুভকামীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। “অসংখ্য ধন্যবাদ জানাব চিকিৎসক, নার্স, সমস্ত স্বাস্থ্যকর্মী তথা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে, যাঁরা দিনরাত প্রাণপাত করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করে চলেছেন। ইনায়া, ওসিয়ান, লুসি এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালবাসা রইল আপনাদের।”

[আরও পড়ুন: মোদির ত্রাণ তহবিলে অর্থ জোগাড়ের জন্য ভার্চুয়াল মিউজিক কনসার্ট শুরু করলেন অক্ষয়]

কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল যে সপরিবার COVID-19 আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা পূরব কোহলি! সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তিনি তাঁর নিজের এবং পুরো পরিবারের অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন, করোনা সংক্রমণ ঘটলেও এই সময়ে প্যানিক না করতে। পূরব আপাতত স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। সেখানেই তাঁদের শরীরের করোনা থাবা বসিয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে এখন চিন্তার কোনও কারণ নেই, কারণ তাঁরা পুরোপুরি করোনামুক্ত বলে জানিয়েছেন পূরব কোহলি। পাশাপাশি এই সময়ে কীভাবে সুস্থ থাকা যায়, নিজের অভিজ্ঞতা শেয়ার করে সেই পরামর্শও দিয়েছেন।

[আরও পড়ুন: লকডাউনে বন্ধ শুটিং, বাড়িতেই কমেডি শোয়ের নতুন পর্বের শুট করবেন কপিল শর্মা!]

The post ‘এই যুদ্ধে শারীরিক শক্তিই একমাত্র অস্ত্র’, করোনামুক্ত অভিনেতা পূরব কোহলি ও তাঁর পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement