সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বারাণসী' মুক্তির আগে রীতিমতো বিতর্কে জড়িয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। ছবির প্রচারে 'হনুমানজি' নিয়ে তাঁর করা একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই এই পরিস্থিতি। প্রথমে ছবির প্রচারমূলক অনুষ্ঠানে পরিচালক বলেছিলেন তিনি নাস্তিক। ঈশ্বরের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলে দেন। এরপর থেকেই শুরু বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, ঈশ্বরে যখন বিশ্বাস নেই তখন তাঁকে নিয়ে ছবি কেন বানান? ইতিমধ্যেই হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে রাজামৌলির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার পরিচালকের পাশে দাঁড়ালেন পরিচালক রামগোপাল বর্মা।
রামগোপাল বর্মা এ প্রসঙ্গে বলেন, "যাঁদের রাজামৌলিকে নিয়ে এত সমস্যা, যাঁরা ধর্ম নিয়ে নানা বদ্ধমূল ধারণা মনে রাখেন, নিজেদের আস্তিক বলে যাঁরা দাবি করেন তাঁদের জানা উচিত এদেশে নাস্তিক হওয়া কোনও অপরাধ নয়। তাই সকলের নিজের মত প্রকাশ করার অধিকার রয়েছে।" রাম গোপাল বর্মা আরও বলেন, "এবার আসি সেই প্রসঙ্গে, অনেকেই বলছেন, ভগবানে বিশ্বাস না করলে কেন ভগবানকে নিয়ে ছবি বানান? এবার একটা কথা বলি, ভগবানে বিশ্বাস না করলে কি তাঁকে নিয়ে ছবি বানানো যাবে না? তাহলে তো গ্যাংস্টারদের নিয়ে ছবি তৈরি করলে পরিচালককেও সেরকম কিছু করতে হবে। অথবা ভূতের ছবি বানালে ভূতেও বিশ্বাস করতে হবে। এই যুক্তির কি সত্যিই কোনও ভিত্তি আছে? এগুলি একেবারেই ভিত্তিহীন।
রামগোপালের আরও বক্তব্য, "যাঁরা ভগবানে বিশ্বাস না করার জন্য রাজামৌলিকে তোপ দাগছেন তাঁদের বলি, নাস্তিক হয়েও রাজামৌলি জীবনে তাঁর কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। ভগবানে বিশ্বাস করেও তা অনেকেই জীবনে করতে পারেন না। ঈশ্বরের আসলে নাস্তিক মানুষদেরই বেশি পছন্দ। তাই তাদেরই ঈশ্বর দু'হাত ভোরে সমস্ত আশীর্বাদ দেন। রাজামৌলিই তার প্রমাণ।"
