shono
Advertisement
Saif-Kareena Eid 2025

ইদে সইফ-করিনার নবাবি ভোজ আড্ডা, শিমুই রাঁধলেন জামাই, পতৌদিদের 'মেগা ফ্রেমে' জেহ-তৈমুর নেই কেন?

হামলার পর ইদের দিনই কাজে যোগ সইফ আলি খানের।
Published By: Sandipta BhanjaPosted: 07:36 PM Mar 31, 2025Updated: 07:36 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব-অনুষ্ঠান মানেই পতৌদি পরিবারে জমজমাট সেলিব্রেশন। এবার ইদেও তার অন্যথা হয়নি। সাত সকালে বান্দ্রার শদগুরু শরণে স্বামী কুণাল খেমুকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সোহা আলি খান। দাদা-বউদি সইফ-করিনার মধ্যহ্নভোজের আমন্ত্রণে হাজির হয়েছিলেন বড় বোন সাবাও। তবে এবারের ইদ-উল-ফিতরের উদযাপনে শামিল হননি সারা-ইব্রাহিমরা। এমনকী পতৌদিদের 'মেগা ফ্রেমে' গরহাজির দুই খুদে জেহ-তৈমুরও। কেন?

Advertisement

জানুয়ারি মাসে এই শদগুরু শরণের অন্দরমহলেই হামলা হয়েছিল সইফ আলি খানের উপর। তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। বাতিল হয়েছিল বেশ কিছু কাজের শিডিউলও। এবার শেষমেশ ইদের দিনই কাজে যোগ দিলেন সইফ। তার প্রাক্কালেই বাড়ির সদস্যদের সঙ্গে ইদ উদযাপন করলেন নবাবি স্টাইলে। কেমন হল সেই সেলিব্রেশন? ঝলক শেয়ার করে জানালেন বড়বোন সাবা আলি খান। সেখানেই দেখা গেল একফ্রেমে সইফ-করিনার সঙ্গে সাবা এবং সোহা-কুণালকে। কখনও বা আবার দুই বোন সাবা-সোহাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন ভোপালের অন্তিম নবাব। তবে বেগম করিনা কাপুরের সাজপোশাক খুব একটা মনে ধরেনি নেটপাড়ার। কমেন্ট বক্সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকে, 'বাড়ির পোশাকে কেন?' আবার কারও কটাক্ষ, 'পরিচারিকাদের মতো রয়েছেন কেন উৎসবের দিনে?' আরেক ফ্রেমে দেখা গেল, হেঁশেলে শিমুইয়ের পায়েস রাঁধলেন পতৌদিদের জামাই কুণাল খেমু। সবমিলিয়ে বলিউডের নবাব পরিবারের ইদ উদযাপন যে জমে ক্ষীর, তা বেশ বোঝা গেল। তবে ভক্তরা হতাশ হলেন খুদে জেহ, তৈমুর এবং ইনায়াদের অনুপস্থিতিতে। কেউ কেউ আবার সারা-ইব্রাহিমের খোঁজও করলেন।

কেন খুদেরা অনুপস্থিত? আসলে সইফের উপর হামলার পর থেকেই সইফ-করিনা দুই সন্তানকে ক্যামেরার অন্তরালে রাখেন। ফটোশিকারিদের কাছেও আর্জি রেখেছেন, তাঁরা যেন জেহ-তৈমুরদের দিকে ক্যামেরা তাক না করেন। সম্ভবত সেই কারণেই পতৌদিদের ইদ উদযাপনের 'মেগা ফ্রেমে' দেখা গেল না জেহ-তৈমুরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদ মানেই পতৌদি পরিবারে জমজমাট সেলিব্রেশন। এবারও তার অন্যথা হয়নি।
  • সাত সকালে বান্দ্রার শদগুরু শরণে স্বামী কুণাল খেমুকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সোহা আলি খান।
  • দাদা-বউদি সইফ-করিনার মধ্যহ্নভোজের আমন্ত্রণে হাজির হয়েছিলেন বড় বোন সাবাও।
Advertisement