shono
Advertisement
Salman Khan

গালওয়ানে ভারত-চিন সংঘাত নিয়ে ছবি, ভাগ্য ফেরাতে দেশভক্তিই হাতিয়ার সলমনের!

বিশ বাঁও জলে 'সিকন্দর'-এর ব্যবসা! তবুও নতুন চমক নিয়ে আসছেন ভাইজান।
Published By: Sandipta BhanjaPosted: 05:12 PM May 01, 2025Updated: 05:12 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিন সংঘাতের আঁধারে বলিউড সিনেমা হলেই কি সলমন খানকে চান প্রযোজক-পরিচালকরা? কারণ 'টিউবলাইট' ছবিতে দুই প্রতিবেশী দেশের যুদ্ধের আবহে এক সাধারণ নাগরিকের ভূমিকায় নজর কেড়েছিলেন ভাইজান। এবার শোনা যাচ্ছে, গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে বলিউড সিনেমা হতে চলেছে, সেই গল্পে দাপুটে সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যেতে পারে সলমনকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর,গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন অপূর্ব লাখিয়া। যিনি এর আগে 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ছবিটি পরিচালনা করেছেন। সেই পরিচালকই এবার দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। যেখানে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে সলমন খানের কথা ভেবে রেখেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, প্রাথমিক পর্যায়ে সলমনের সঙ্গে কথা হয়েছে। জর্ডি প্যাটেল অপূর্বর সঙ্গে সলমনের পরিচয় করিয়ে দিয়েছেন। তারপরই বলিউড সুপারস্টারের সঙ্গে ছবির চিত্রনাট্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে পরিচালকের। অপূর্ব কিছুদিন আগেই 'ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩' উপন্যাসের স্বত্ব কিনেছেন। সলমনের নাকি এই চিত্রনাট্য বেশ মনে ধরেছে। সেনা আধিকারিকের চরিত্র শুনে ভাইজানও বেশ উচ্ছ্বসিত। সব ঠিক থাকলে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেল।

ছবি ফাইল

সদ্য মুক্তি পেয়েছে সলমন অভিনীত 'সিকন্দর'। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনেই সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির দিকে নজর থাকবে দর্শক-অনুরাগীদের।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় (Galwan Valley) মুখোমুখি হয় ভারত (India) ও চিনের ফৌজ। দুপক্ষের জওয়ানরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। সলমন খানকে নিয়ে পর্দায় সম্ভবত সেই কাহিনিই তুলে ধরতে চাইছেন অপূর্ব লাখিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement