shono
Advertisement
Salman Khan

নায়ক হিসেবে পর পর ফ্লপ, এবার পরিচালনায় হাত পাকাচ্ছেন সলমন! 'দাবাং ৪' দিয়েই হাতেখড়ি?

'দাবাং' পরিচালক অনুভব কাশ্যপের লাগাতার আক্রমণের মাঝে জোর গুঞ্জন বলিপাড়ায়।
Published By: Sandipta BhanjaPosted: 02:39 PM Nov 21, 2025Updated: 02:54 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক ধরেই মন্দা কেরিয়ার সলমন খানের। যদিও তাতে ভাইজানের স্টারডমে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! এমনকী সুপারস্টারের ঝুলিতেও একাধিক সিনেমার কাজ। তবে অভিনেতা হিসেবে বক্স অফিসে সেভাবে নম্বর তুলতে পারছেন না তিনি। এবার গুঞ্জন, ফিল্মি কেরিয়ারের মোড় ঘোরাতে পরিচালনায় হাতেখড়ি করতে চলেছেন সলমন খান।

Advertisement

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খুব শিগগিরিই 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি আসার কথা জানিয়েছেন আরবাজ খান। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্যের খসড়া প্রস্তুত। বেশ কিছু কাজও এগিয়েছে। তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে? সেটা খোলসা করেননি আরবাজ। এবার বিটাউনে কানাঘুষো, 'দাবাং ৪' দিয়েই নাকি পরিচালক হিসেবে নাম লেখাতে চলেছেন সলমন খান। এর আগে 'দাবাং' পরিচালক অনুভব কাশ্যপের সঙ্গে মনোমালিন্যের জেরে পরবর্তী দুই ফ্র্যাঞ্চাইজির পরিচালনার ভার বর্তেছিল যথাক্রমে আরবাজ খান এবং প্রভু দেবার উপর। তবে বলিমহলে কান পাতলে শোনা যায়, সলমনই নাকি নেপথ্যের চাবিকাঠি ঘোরাতেন সেটে। এমন বিস্ফোরক অভিযোগ অবশ্য অনুভব কাশ্যপও তুলেছিলেন বলিউড সুপারস্টারের বিরুদ্ধে। এবার কি তবে আনুষ্ঠানিকভাবে পরিচালকের আসনে বসতে চলেছেন সলমন? তেমনটাই গুঞ্জন।

বলিউড মাধ্যম সূত্রে খবর, নির্মাতারা এখনই সবটা খোলসা করতে নারাজ। তবে কাজ এগোচ্ছে নীরবে। নতুন বছর অর্থাৎ ২০২৬ সালে শুরু হবে 'দাবাং ৪'-এর শুটিং। প্রসঙ্গত, সম্প্রতি পনেরো বছর পূর্তি হয়েছে 'দাবাং'য়ের। তবে উদযাপনের পরিবর্তে খান পরিবারের উদ্দেশে লাগাতার কাদা ছোড়া শুরু করেন অভিনব কাশ্যপ। তাঁর দাবি, সলমন-আরবাজ, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নয়। এমনকী ভাইজানকে 'গুন্ডা, অপরাধী' বলেও কটাক্ষ করেন পরিচালক অভিনব। এমন আবহেই কানাঘুষো, এবার পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন সলমন খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুঞ্জন, ফিল্মি কেরিয়ারের মোড় ঘোরাতে পরিচালনায় হাতেখড়ি করতে চলেছেন সলমন খান।
  • সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খুব শিগগিরিই 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি আসার কথা জানিয়েছেন আরবাজ খান।
  • বিটাউনে কানাঘুষো, 'দাবাং ৪' দিয়েই নাকি পরিচালক হিসেবে নাম লেখাতে চলেছেন সলমন খান।
Advertisement