অরিঞ্জয় বোস: সামনের মাসেই কলকাতায় এসে পারফর্ম করবেন সলমন খান (Salman Khan)। আগেই শোনা গিয়েছিল এমন সম্ভাবনার কথা। এবার সেই অনুষ্ঠানের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখতে শহরে আসছে ভাইজানের টিম। ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করার কথা সলমনের। শেষ পর্যন্ত এই ভেন্যুতেই অনুষ্ঠান হবে কিনা, সেটাই দেখবে সলমনের টিম। প্রসঙ্গত, কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও দেখা করার কথা আছে সলমনের।
শোনা গিয়েছিল, আগামী ১৩ মে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে বিশেষ অনুষ্ঠানে শামিল হতে চলেছেন সল্লু মিয়াঁ। দেশ-বিদেশে সলমনের ‘দা-বাং’ কনসার্টটি সুপারহিট। এবার তিলোত্তমাও সাক্ষী থাকবে সেই পারফরম্যান্সের। সেই খবরে সিলমোহর দিয়েই সোমবার শহরে আসছে সলমনের টিম। ইস্টবেঙ্গল মাঠের ব্যবস্থাপনা, নিরাপত্তার কড়াকড়ি-সমস্ত কিছুই খতিয়ে দেখতে কলকাতায় পা রাখছে বিশেষ দল। বিকেল তিনটে নাগাদ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে পৌঁছে যাবেন টিম সলমনের সদস্যরা।
[আরও পড়ুন: হাঁটুর চোটে কাবু ধোনি! লখনউয়ের বিরুদ্ধে অধিনায়ককে ছাড়াই নামবে চেন্নাই?]
প্রসঙ্গত, সম্প্রতি ই-মেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল সলমনকে। যার পর তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে এই অনুষ্ঠানটি স্থগিত হয়ে গিয়েছিল। তবে এবার কেটেছে যাবতীয় জটিলতা। অভিযুক্ত আপাতত জেলে। ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি পেয়েছেন আয়োজকরা। তালিকায় একাধিক ভেন্যু থাকলেও আয়োজকরা ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নেয়।
সলমন খান ছাড়াও এই অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী পূজা হেজ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ১২ মে শহরে চলে আসবেন সলমন, এমনটাই শোনা গিয়েছিল। ১৩ মে তারকাখচিত অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন সলমন। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সৌজন্যমূলক এই সাক্ষাতের জন্য ইতিমধ্যেই সময়ও চেয়েছেন ভাইজান।
