shono
Advertisement
Iran

'আগুন, চিৎকার, মৃত্যু', অগ্নিগর্ভ ইরান থেকে ফিরে অভিজ্ঞতা বর্ণনা ভারতীয়দের, খামেনেইয়ের দিন কি শেষ?

দেশের ফিরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকরা। তারা জানিয়েছেন, ইরানে ভারতের দূতাবাস প্রথম থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে।
Published By: Anustup Roy BarmanPosted: 11:23 AM Jan 17, 2026Updated: 11:23 AM Jan 17, 2026

কয়েকদিন ধরেই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল ইরানে। বিমানহানার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আয়াতোল্লা খামেনেই প্রশাসন। এরমাঝেই ভারতীয় নাগরিকদের নিয়ে দেশে ফিরল দু'টি বিমান। শুক্রবার রাতে ফিরেছে দুটি অসামরিক বিমান। জানা গিয়েছে, এই বিমানগুলি কোনও উদ্ধারকারী দলের অংশ নয়। এগুলি সাধারণ সময়েই চলাচল করা বিমান।

Advertisement

দেশের ফিরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকরা। তারা জানিয়েছেন, ইরানে ভারতের দূতাবাস প্রথম থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তাঁদেরকে ইরান থেকে বের নিয়ে আসার বিষয়ে সবরকম সাহায্য করেছে দূতাবাসের কর্মীরা।

ইরান থেকে ফিরে আসা এক ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, ইরানে চলতে থাকা বিক্ষোভের কথা শুনলেও তিনি নিজে কিছুই দেখেননি, কারণ সেদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে। অপর একজন ভারতীয় জানিয়েছে, তিনি সেখানে একমাস ছিলেন। যদিও শেষ একসপ্তাহ তিনি সমস্যার সম্মুখিন হয়েছেন। তিনি জানিয়েছেন, 'আমরা যখন বাইরে যেতাম, বিক্ষোভকারীরা গাড়ির সামনে চলে আসত। তারা একটু ঝামেলা করত। ইন্টারনেট ছিল না। তাই, আমরা আমাদের পরিবারকে জানাতে পারিনি। আমরা একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমরা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি।'

ইরানে কাজের খোঁজে যাওয়া এক ভারতীয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানিয়েছেন, সেদেশের পরিস্থিতি এখন আগের তুলনায় ভালো হয়েছে। তাঁর আরও দাবি, সরকার বিরোধী বিক্ষোভের পাশাপাশি সরকারের পক্ষেও বহু মানুষ রাস্তায় নেমেছেন। অন্য একজন জানিয়েছেন, 'মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু এখন তেহরানের অবস্থা আগের তুলনায় ভালো হয়েছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে। বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে।'

ইরানে প্রায় নয় হাজার ভারতীয় রয়েছে। সেদেশে সরকারি দমন-পীড়নে ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠা পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি। কিছুদিন আগেই, ইরানে থাকা ভারতীয়দের সতর্ক করা হয় সরকারের তরফে। এই অবস্থায়, যেকোনও ঘটনার জন্য প্রস্তুত রয়েছে সরকার।

প্রসঙ্গত, ইরানে মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য-শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে পথে নেমেছে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুর হয়েছে। অভিযোগ, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন-পীড়ন চালাচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী। সোমবার পর্যন্ত ইরানে ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। জেলবন্দি করা হয়েছে ১০ হাজার ৬০০ জন বিদ্রোহীকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement