shono
Advertisement
Shilpa Shetty-Raj Kundra

'ভালো-মন্দ যাহাই আসুক', শত ঝড়-ঝাপটা পেরিয়ে 'সুইট সিক্সটিন'-এ শিল্পা-রাজের বিয়ে

'সারা জীবন আমরা একে অপরের সঙ্গে এভাবেই থাকব' রাজকে আদুরে বার্তা শিল্পার।
Published By: Arani BhattacharyaPosted: 07:16 PM Nov 22, 2025Updated: 07:16 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত ঝড়ঝাপটা, শত বিতর্ক, সাম্প্রতিককালের ৬০ কোটির আর্থিক জালিয়াতির মতো একাধিক ঘটনা আষ্টেপৃষ্ঠে রয়েছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিকে। তবে জীবনে 'ভালো-মন্দ' যা এসেছে তা তাঁরা দু'জনে একসঙ্গে লড়ে নিয়েছেন। এত কিছুর পরও এতটুকু কমেনি তাঁদের ভালোবাসা। পায়ে পায়ে ১৬ বছরে পা রাখল শিল্পা ও রাজের বিয়ে। বিবাহবার্ষিকীতে আদুরে পোস্টে একে অপরকে শুভেচ্ছাও জানালেন তাঁরা। দু'জনের একটি ভিডিও পোস্ট করলেন এদিন সোশাল মিডিয়াতেও। 

Advertisement

ভিডিওর ক্যাপশনে শিল্পা লিখেছেন, 'আমাদের বিয়ের ১৬ বছর। এখনও ভালোবাসায় ডুবে রয়েছি। প্রতিদিন একে অপরের প্রেমে পড়ছি আমরা। সবসময় এবং সারা জীবন আমরা একে অপরের সঙ্গে এভাবেই থাকব। শুভ বিবাহবার্ষিকী।' রাজ ও শিল্পার ভিডিওতে ধরা পড়েছে তাঁদের খুনসুটি। ভিডিওতে রাজকে শিল্পার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, 'আজ আমাদের বিবাহবার্ষিকী। আমরা কি একটু বাইরে যেতে পারি? শুনে আনন্দের সঙ্গে শিল্পা বাইরে এল। তবে মূল দরজার বাইরে। আর সেখানে এসে শিল্পার সঙ্গে খুনসুটিতে মাতলেন রাজ। যা দেখে শিল্পা নিজেও বেশ মজা পেয়েছেন বোঝাই যাচ্ছে।

 

শিল্পার ওই পোস্টে বোন শমিতা শেট্টি-সহ ইন্ডাস্ট্রির একাধিক বিশিষ্টরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দিদি-জামাইবাবুকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শমিতা লিখেছেন, 'লাভবার্ডসকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সারাজীবন সুখ, শান্তি, সমৃদ্ধি তোমাদের ঘিরে থাকুক। বলে রাখা ভালো, ২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শিল্পা। ২০১২ সালে তাঁদের কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান, তাঁদের ছেলে ভিয়ান। ২০২০ সালে সারোগেসির সাহায্যে দ্বিতীয়বার মা হন শিল্পা। কোল আলো করে আসে কন্যাসন্তান সমীক্ষা। দুই সন্তান নিয়ে রাজের সঙ্গে সুখি গৃহকোণ শিল্পার। বিয়ের এত বছর পরও চুটিয়ে উপভোগ করছেন দাম্পত্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহবার্ষিকীতে আদুরে পোস্টে একে অপরকে শুভেচ্ছাও জানান তাঁরা।
  • দু'জনের একটি ভিডিও পোস্ট করলেন এদিন সোশাল মিডিয়াতেও। 
  • ভিডিওর ক্যাপশনে শিল্পা লিখেছেন, 'আমাদের বিয়ের ১৬ বছর। এখনও ভালোবাসায় ডুবে রয়েছি।'
Advertisement