shono
Advertisement
Shilpa Shetty

জন্মদিনে রেস্তরাঁয় বিদেশি তরুণীর সঙ্গে তুমুল বচসা শিল্পার! ভিডিও ভাইরাল হতেই শুরু বিতর্ক

কেন মেজাজ হারালেন অভিনেত্রী?
Published By: Arani BhattacharyaPosted: 03:22 PM Jun 11, 2025Updated: 03:22 PM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের সেলিব্রেশনে এখনও মেতে অভিনেত্রী শিল্পা শেট্টি। জীবনের অর্ধ শতরান করে ফেলেছেন তিনি আজ তারই উদযাপনে স্বামী ও পরিবারের সঙ্গে বিদেশে সময় কাটাচ্ছেন শিল্পা। ক্রোয়েশিয়ায় গিয়েছেন অভিনেত্রী। বেড়াতে গিয়ে ভালো সময় কাটাবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু না, তা হল না। জন্মদিনের উদযাপনে গিয়েও বিতর্ক পিছু ছাড়ল না শিল্পার। তবে হঠাৎ কী হল? শোনা যাচ্ছে, ক্রোয়েশিয়ার এক রেস্তরাঁয় শিল্পা গিয়েছিলেন স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর টিমের সঙ্গে। আর সেখানেই বচসায় জড়ান এক বিদেশি তরুণীর সঙ্গে। ওই রেস্তরাঁয় শিল্পা ও তাঁর টিমকে চিৎকার করে কথা বলতে বারণ করেছিলেন ওই তরুণী। আর তাতেই নাকি চটে যান অভিনেত্রী ও তাঁর স্বামী।

Advertisement

ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে না। তবে এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তা শিল্পারই কণ্ঠস্বর না তাঁর পরিবারের অন্য কারও, তা বোঝা যায়নি। তবে সেই ভিডিও থেকেই তৈরি হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে ৯ জুন। শিল্পারা যে রেস্তরাঁয় গিয়েছিলেন সেই রেস্তরাঁতেই তরুণী খাবার খাচ্ছিলেন। তিনি শিল্পা ও তাঁর সঙ্গে থাকা বাকিদের নাকি অনুরোধ করেন চিৎকার না করে আস্তে কথা বলার জন্য। কিন্তু এতে শিল্পার স্বামী রাজ নাকি বেজায় চটে যান। এখানেই শেষ নয়। নিজেদের পরিচয় জাহির করে তাঁরা নাকি এও বলেন যে, "আমাদের চেনেন? আমরা কারা?" একটি মহিলা কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, "আমাদের সঙ্গে একদম কথা বলতে আসবেন না। আমরা একেবারে আগ্রহী নই আপনার সঙ্গে কথা বলতে।" আর এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ছে।

 

তবে এই ঘটনা ঘটার পরই তা নিয়ে সাফাই দিয়েছেন শিল্পার স্বামী রাজ। তিনি জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমি অনেক আগেই ওই রেস্তরাঁর টেবিল বুক করেছিলাম, আমার স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য। কিন্তু আমরা যখন সেখানে পৌঁছই তখন জানতে পারি যে সেই টেবিলে অন্য একটি গ্রুপ বসে রয়েছে। সেই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এটি অত্যন্ত দুঃখজনক  বিষয়। পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে প্রায় কুড়ি জনের বেশি সদস্য এই কারণে অপেক্ষা করছিলেন। এত প্ল্যান করার পর যদি একটা সুন্দর দিন নষ্ট হয়ে যায় তা খুবই কষ্ট দেয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি ঘটেছে ৯ জুন। শিল্পারা যে রেস্তোরাঁয় গিয়েছিলেন সেই রেস্তোরাঁতেই তরুণী খাবার খাচ্ছিলেন।
  • তিনি শিল্পা ও তাঁর সঙ্গে থাকা বাকিদের নাকি অনুরোধ করেন চিৎকার না করে আস্তে কথা বলার জন্য। কিন্তু এতে শিল্পার স্বামী রাজ নাকি বেজায় চটে যান।
  • নিজেদের পরিচয় জাহির করে তাঁরা নাকি এও বলেন যে, "আমাদের চেনেন? আমরা কারা?"
Advertisement