সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে যে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে, সেই খবর আগেই মিলেছিল। রুক্মিণী মৈত্রর 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান' রিলিজের এক সপ্তাহের মাথায় পরিচালকের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও সৃজিত সাফ জানিয়ে দিয়েছিলেন যে, এই ছবির জন্য শুভশ্রীকে বিনোদিনী হিসেবে চার বছর আগেই ভেবেছিলেন তিনি। রুক্মিণীও বিনোদিনী হিসেবে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এবার নটী বিনোদিনীর লুকে চমক দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
গত জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে যখন রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রমরমিয়ে চলছিল, ঠিক সেই সাফল্যের মাঝেই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে ‘বোমা ফাটান’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর পরিচালনায় বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞী হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কেমন লাগবে? সেই কৌতূহল দর্শক-অনুরাগীদের মধ্যে বরাবরই ছিল। সোমবার লুক প্রকাশ্যে এনে অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। কামানো মাথা। পরনে গেরুয়া বসন। গলায় কণ্ঠী। ললাটে চন্দনে আঁকা তিলক। দু' বাহু প্রসারিত করে যেন মহাপ্রভুর শরণে শুভশ্রী। বিনোদিনী রূপে তাঁকে এককথায় চেনা দায়!
নটী বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? জানা গেল, অভিনেত্রী ইতিমধ্যে আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন। নটী বিনোদিনী আমার কথা বইটি পড়ে সংশ্লিষ্ট চরিত্র আত্মস্থ করাতে মনোনিবেশ করেছেন। অভিনেত্রী নাকি শারীরিক গড়নে বদল আনার জন্য ডায়েট চার্টও বদলে ফেলেছেন। এবার সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে (Loho Gouranger Nam re) বিনোদিনী চরিত্রে কেমন চমক দেন শুভশ্রী? নজর থাকবে সেদিকে।
উল্লেখ্য, প্রথমটায় সংশ্লিষ্ট ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সেইমতো বছর চারেক আগে ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে এসেছিল। নেড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে মাঝখানে জল অনেকদূর গড়িয়েছে। সিনেমার কাজও স্থগিত হয়েছে একাধিকবার। তবে সৃজিতের 'বিনোদিনী বদল' যে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনার সৃষ্টি করেছে, তা বলাই বাহুল্য।
