shono
Advertisement
Yuvaan-Yaalini

হালিশহরের বাড়িতে চাষে ব্যস্ত ইউভান-ইয়ালিনি! রাজ-শুভশ্রীর 'প্যারেন্টিং'য়ে মুগ্ধ নেটভুবন

বাড়ির বাগান থেকে দুই খুদের কীর্তি শেয়ার করলেন 'সুপারস্টার মা'।
Published By: Sandipta BhanjaPosted: 02:13 PM Nov 22, 2025Updated: 06:04 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে কৌতূহল বরাবর। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। সেই তালিকায় রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনিও (Yuvaan-Yaalini) রয়েছে। এবার হালিশহরের বাড়িতে খুদেদের মিষ্টি কাণ্ডকারখানা দেখে মুগ্ধ নেটভুবন। শীতের সকালে বাগানে চারাগাছ পুঁততে ব্যস্ত দুই ভাইবোন। আর সেই আদুরে মুহূর্তই ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

দাদা হিসেবে 'প্রোমোশন' হওয়ার পর থেকেই ইয়ালিনির দিনভরের ছায়াসঙ্গী হয়ে উঠেছে ইউভান। বয়স পাঁচ বছর হলেও বোনের গতিবিধিতে তার কড়া নজর থাকে। সপ্তাহান্তের সকালেও তার ব্যতিক্রম ঘটল না। শুক্রবারই সপরিবারে হালিশহরে পৌঁছেছেন রাজ-শুভশ্রী। আর শনিবার সাত সকালে বাড়ির বাগান থেকে দুই সন্তানের গাছ লাগানোর ভিডিও শেয়ার করেলন সুপারস্টার মা। সেখানেই দেখা গেল, মাটিতে বসে দিব্যি খুদে হাতে নিপুণভাবে চারাগাছ পুঁতছে ইউভান। দাদাকে দেখে কাজে হাত লাগিয়েছে ইয়ালিনিও। সেলেব সন্তান হয়েও ইউভান-ইয়ালিনির এহেন কীর্তিতে মুগ্ধ নেটভুবন। কেউ রাজ-শুভশ্রীর 'প্যারেন্টিং'য়ের প্রশংসায় পঞ্চমুখ। আবার কেউ বা বললেন, 'সন্তানদের মাটির কাছাকাছি রাখছেন, এর থেকে ভালো আর কী-ই বা হতে পারে?' কেউ বা শিশুদের 'সুস্থ মানসিক বিকাশে'র প্রসঙ্গ উত্থাপন করে বাকিদেরও শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন।

দেখতে দেখতে সেপ্টেম্বর মাসে পাঁচ বছরে পড়ল ইউভান চক্রবর্তী। মাতৃগর্ভ থেকেই সে যে লাইমলাইটে, তা বললেও অত্যুক্তি হবে না! টলিপাড়ার 'পাওয়ার কাপল' রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান বলে কথা। এই বয়সেই খুদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। অন্যদিকে নভেম্বর মাসে দু' বছরে পা দিল খুদে ইয়ালিনি চক্রবর্তী। স্কুলেও ভর্তি হয়েছে। তার আধো আধো উচ্চারণ শুনে তারকাদম্পতির ভক্তরাও অহরহ ভালোবাসায় ভরান রাজকন্যেকে। এবারও খুদেদের মজার কাণ্ড-কারাখানায় মন মজেছে অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের সকালে বাগানে চারাগাছ পুঁততে ব্যস্ত দুই ভাইবোন।
  • আর সেই আদুরে মুহূর্তই ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Advertisement