সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকের মঞ্চে বিনোদিনী হয়ে সবার মন কেড়ে নিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে সমালোচক। প্রায় ৩১ টি শো হয়েছে এই নাটকের। আর নাটকের শেষেই দর্শকদের সামনে সুদীপ্তা ও টিম অনুরোধ করেছেন স্টার থিয়েটারেক নাম পরিবর্তনের। নাটকের সেই শেষটাই যেন এবার সত্যি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছরে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার।
খবর শুনে কী বলছেন মঞ্চের 'বিনোদিনী' সুদীপ্তা?
সুদীপ্তার কথায়, ''একটু আগেই পরিচালক অবন্তী আমাকে জানাল। আমরা গত ৩১টি অভিনয়েই এই দাবি রেখেছি, স্টার থিয়েটার যেন বিনোদিনীর নামে হয়। সাধারণ মানুষও এই দাবিকে সমর্থন করেছেন। তাঁরাও মনে করেছেন, এটাই হওয়া উচিত। সেটা যে অবশেষে বাস্তবায়িত হল, সেটাই দারুন বিষয়। আর নাটকের শেষাংশ বদলাবে কিনা, সেই সিদ্ধান্ত পরিচালকের। এই আলোচনা চলছে।''
১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসী। যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিভিন্ন সময়ে নাটক দেখতে পদধূলী পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বখ্যাত ব্যক্তিত্বদের। স্টার থিয়েটারে ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এ যেন বিনোদিনী দাসীর স্বপ্নপূরণ।