সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্মিতা সেন খ্যাতনামা ব্যক্তিত্ব। চারু আসোপা নিজেও হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। রাজস্থানের মেয়ে চারু মুম্বইয়ে গিয়ে নিজের যোগ্যতায় পায়ের তলার মাটি শক্ত করেছেন। বেশ কিছু বছর সেখানে কাজ করে খ্যাতি অর্জন করেন। এরপর সুস্মিতার ভাই রাজীব সেনের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৯ সালে। ২০২১ -এ তাঁদের মেয়ে জিয়ানার জন্ম হয়। কিন্তু তারপরই রাজীব-চারুর দাম্পত্যে চিড় ধরে। বছর দুয়েক আগে তাঁদের আইনি বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই মেয়েকে নিয়ে মুম্বইতে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন চারু। মাসিক দেড় লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় চারুর পক্ষে। এর জেরেই নতুন আয়ের রাস্তা খোঁজেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে অনলাইনে পোশাক বিক্রি করতে দেখা গিয়েছে। আর তারপর থেকেই নেটপাড়ায় ঝড় উঠেছে।

শোনা যায়,চারু সুস্মিতার ভাই রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কোনও খোরপোশ নেননি। নিজের ও মেয়ের খরচ নিজেই চালাতে চেয়েছিলেন। তবে কি একা সংসার চালাতে গিয়ে বিকল্প রোজগারের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী! সম্প্রতি তিনি মুম্বই ছেড়ে আবার বিকানেরে ফিরে গিয়েছেন।এবং সেখানে গিয়ে আবার নতুন করে ভাগ্যপরীক্ষা করাতে চান অভিনেত্রী। সেকথা নিজেই প্রাক্তন স্বামীকে জানিয়েছেন চারু। এর পাশাপাশি সম্প্রতি অনলাইনে পোশাক বিক্রি করতে দেখা যায় চারুকে। ভাইরাল এই ভিডিও দেখে হতবাক নেটপাড়া। তারপরই অভিনেত্রীর বিষয়ে আবার খোঁজ খবর শুরু করেন নেটিজেনরা।
জানা যায়, অভিনেত্রী মুম্বই ছাড়ার আগে প্রাক্তন স্বামীকে জানিয়েছেন,'আমি ভুল কিছু করছি না। আমি চাই না আমার মেয়েকে পরিচারিকার কাছে মানুষ করতে। আমি খুব সচেতন ভাবেই বিকানের ফিরে যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি কাজে থাকলে আমার মেয়ে অন্তত তাঁর দাদু-দিদার সঙ্গ পাবে। তুমি যেকোনও সময় মেয়েকে দেখতে বিকানেরে আসতে পারো।’ নেটিজেনদের ধারনা অর্থ উপার্জনের তাগিদেই অনলাইনে পোশাক বিক্রি শুরু করছেন অভিনেত্রী।