সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঁচিশে একগুচ্ছ বাংলা ছবি বক্স অফিসে বাজিমাত করলেও বছর শেষে ইন্ডাস্ট্রির ভিতরের 'ফাটল' প্রকাশ্যে চলে এসেছে। হল পাওয়া নিয়ে বিতর্ক থেকে স্ক্রিনিং কমিটির বৈধতা, নানা বিষয়ে সরগরম হয়েছে টলিপাড়া। তবে হাজারো বিতর্কের মাঝেও দর্শকদের নিরাশ করছে না প্রযোজনা সংস্থাগুলি। পুজোর বাজারে 'লক্ষ্মীলাভ' করতে আবির্ভাব ঘটবে চারমূর্তির! ২০২৬ সালের পুজোয় টলিউডের হেভিওয়েটদের ছবি মুক্তি পেতে চলেছে। পর্দায় উৎসবের আমেজ বাড়িয়ে দেবেন দেব, জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তী।
এর আগেই জানা গিয়েছিল যে পুরনো নস্ট্যালজিয়া উসকে পুজোয় একসঙ্গে মুক্তি পাবে দুই সুপারস্টার জিৎ ও দেবের ছবি। শুক্র সন্ধ্যায় সামনে এল আরও এক চমক। জানা যায়, এই বছর পুজোয় ফের জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। অর্থাৎ 'ধূমকেতু'র পর আবারও 'দেশু'কে একফ্রেমে দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। অন্যদিকে এই বছর পুজোতে পর্দায় ফিরবে উইন্ডোজের সফল ছবিগুলির মধ্যে অন্যতম 'বহুরূপী'র সিক্যুয়েল। এবার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। ২০২৪ সালে বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছিল নন্দিতা-শিবপ্রসাদের এই ছবি। এবার এই ছবিতে ক্যামেরার সামনে খোদ শিবপ্রসাদ। এর পাশাপাশি পুজোয় এসভিএফের হাত ধরে ফিরছেন 'একেন'। তবে তিনি এবার কোন রহস্যভেদে নামছেন, তা এখনও সাসপেন্স।
বলে রাখা ভালো, বাংলা ছবির ভবিষ্যৎ সুরক্ষিত করতে গঠিত হয়েছে স্ক্রিনিং কমিটি। প্রতিটি ছবিই যাতে বক্স অফিসে ভালো ফল করতে পারে, তার জন্য ইম্পার তরফে জানানো হয়েছিল বছরভর মোট এগারোটা প্রাইম রিলিজ উইন্ডো করা যাবে। তার মধ্যে রয়েছে ২৩ জানুয়ারি, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইনস ডে, পয়লা বৈশাখ, গরমের ছুটি, ইদ, দুর্গাপুজো, কালীপুজো, ও বড়দিন। যারা ছ'টি ছবি বানাবে তাঁরা চারটে প্রাইম রিলিজ উইন্ডো পাবে। যারা চারটে ছবি বানাবে তাঁরা দু'টি প্রাইম রিলিজ উইন্ডো পাবে। এছাড়াও নন-প্রাইম উইন্ডোতেও ছবি মুক্তি পাবে। যদিও স্ক্রিনিং কমিটির বৈধতা এবং তার সিদ্ধান্তের সমর্থন করেননি দেব। ভোট দিয়েছেন 'নোটা'য়।
অতীতে সুপারস্টার দেবের ছবি এবং উইন্ডোসের ছবির হল পাওয়া নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল। এমনকী সমাজমাধ্যমে হেনস্তার শিকারও হতে হয়েছিল চিত্রনাট্যকার জিনিয়া সেনকে। যার প্রতিবাদে শুক্রবার লালবাজার সাইবার সেলের অপরাধদমন শাখার দপ্তরে অভিযোগ জানানটলিপাড়ার পরিচালক-প্রযোজকরা। নগরপালের কাছে সকলের সই সংগ্রহ করে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় বলে খবর। এরপর গত বছরের মতো এবছরও হল পাওয়া নিয়ে আঁকচা-আঁকচি রোখা সম্ভব হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
