সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমি মার্টিনেজের বিক্রমে আর্জেন্টিনা কোপা আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে পৌঁছেছে। মেসি পেনাল্টি নষ্ট করেন। অন্য দিকে এমি মার্টিনেজ একার হাতে আর্জেন্টিনাকে (Argentina) উতরে দেন। পৌঁছে দেন শেষ চারে। টাইব্রেকারে জিতে কোপার সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করল কানাডা। ফলে শেষ চারের লড়াইয়ে লিও মেসির আর্জেন্টিনার মুখোমুখি তারা। ১০ জুলাই সেই ম্যাচ।
নির্ধারিত সময়ের শেষে খেলার ফল ছিল ১-১। গোল না হওয়ায় কানাডা ও ভেনেজুয়েলা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে কানাডা ম্যাচ জিতে নেয় ৪-৩ গোলে। প্রথমবার কোপায় খেলতে নেমেই শেষ চারে পৌঁছে ইতিহাস তৈরি করে কানাডা।
[আরও পড়ুন: পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলে ফেললেন রোনাল্ডো? কোচ মার্টিনেজ বললেন…]
এর আগে ২০০১ সালে হন্ডুরাস এই নজির গড়েছিল। শেষ চারের আগে কোপার গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও কানাডা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে নীল-সাদা জার্সিধারীরা ২-০ গোলে ম্যাচ জেতে।
এদিকে ইকুয়েডর ম্যাচে মেসি পেনাল্টি নষ্ট করায় কোচ স্কালোনির দিকে ধেয়ে আসে প্রশ্নের ঝড়। খেলার শেষে স্কালোনিকে বলতে শোনা গিয়েছে, ''মেসি বাকি দলের মতোই খেলেছে। আমরা একটা দল হিসেবে খেলছি। দল যদি ভালো খেলে থাকে তাহলে মেসিও ভালো খেলেছে। ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে সমষ্টিগত পারফরম্যান্সের উপরই আমরা জোর দিই।'' কানাডার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে সবার লক্ষ্য যে থাকবে মেসির দিকে, তা বলাই বাহুল্য।