সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা চলছেই। সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) নতুন করে আক্রান্ত ২২৪৫ জন, বুধবার যা ছিল ২২৯৩। দৈনিক সুস্থতার হারও বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭৪৭ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গেল ৫ লক্ষ। সুস্থতার হার ৯৪.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ৪৪ জন, বুধবার যা ছিল ৪৪।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২১১, যার মধ্যে এই মূহুর্তে অ্যাকটিভ করোনা রোগী ১৯,৫৯৭। এ নিয়ে বাংলায় (West Bengal) করোনার থাবায় মৃত্যু হয়েছে মোট ৯২৩৫। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুস্থতার হারে আশার আলো দেখাচ্ছে বাংলা। এ নিয়ে রাজ্যে করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গেল ৫ লক্ষ। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪২,৪৭৩টি, যার মধ্যে ৮.০৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লক্ষ ৩৮ হাজার ৯৯২। এই পরীক্ষার সংখ্যা আরও বাড়িয়ে, আরও দ্রুত করোনা রোগীকে চিহ্নিত করে চিকিৎসা শুরু করার লক্ষ্যে পরিকাঠামোর আরও উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গে।
[আরও পড়ুন: ছেলের বিয়ের ৩ মাসের মাথায় বেয়ানকে নিয়ে পালালেন মুর্শিদাবাদের প্রৌঢ়! ৪দিন পর মিলল হদিশ]
শীতকালে করোনা ভাইরাস আরও ভয়াবহ হয়ে থাবা বসাবে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। সেই যুদ্ধে প্রস্তুত থাকার জন্য সতর্কও করা হয়েছিল। সেদিক থেকে বাংলার করোনা পরিস্থিতি ততটা ভয়াবহ নয়। তবে এখনও সংক্রমণের শীর্ষে কলকাতা, উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় এখনও অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা যথাক্রমে ৪৬৫৮ এবং ৩৮৫৪। করোনাযুদ্ধে এগিয়ে তিন জেলা – আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম। এই তিন জায়গাতেই করোনা রোগী একশোর কম। বড়দিনের আগে কি এই পরিস্থিতির আরও উন্নতি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।