সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জার দাপটের মধ্যেই ফের মহা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনা ভাইরাস। গত কয়েকদিন ধরেই কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবারের পরিসংখ্যান রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে (COVID-19) সংক্রমিত ১,৩০০ জন। যা গত ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ। অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৭৬০৫। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৩ জনের। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮১৬। কর্ণাটক, গুজরাট এবং মহারাষ্ট্রে একজন করে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। উদ্বেগ বাড়িয়ে দেশের পজিটিভিটি রেট অর্থাৎ সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৪৬ শতাংশ।
[আরও পড়ুন: ‘অ্যাকাডেমিক স্কোর’ বাতিল করে ফিরছে ইন্টারভিউ! শিক্ষক নিয়োগের বিধিতে বদলের সুপারিশ SSC’র]
গোটা দেশের তুলনায় মহারাষ্ট্রের ছবিটা একটু বেশি উদ্বেগজনক। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিনে সর্বোচ্চ। বুধবারও মহারাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবারও সেরাজ্যে একজন প্রাণ হারিয়েছেন। উদ্বেগ বাড়ছে গুজরাটের পরিসংখ্যানেও। গুজরাটে একদিনে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তবে করোনার বিরুদ্ধে লড়াই এখনও জারি আছে। ফের টিকাকরণ প্রক্রিয়ার গতি বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশে ২২০ কোটি ৬৫ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপছে স্টুডিও, তার মধ্যেই খবর পড়ছেন! ভাইরাল পাক সাংবাদিকের ভিডিও]
বুধবারই করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendea Modi)। আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিং বাড়ানোয় জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রয়োজনে মাস্ক পরা ফের চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নয়া ভ্যারিয়েন্টের দাপট আন্দাজ করতে পরীক্ষার সংখ্যাও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো হাসপাতালগুলিকে তৈরি করা হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর।