সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই নিজের করোনা পরীক্ষা করিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। তাঁর শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মেলেনি। এবার একই পথে হাঁটছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। করোনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে চলে গেলেন জার্মান চ্যান্সেলর। এক চিকিৎসকের সংস্পর্শে আসার পর তাঁর শরীরে এই মারণ ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত বাড়ি থেকেই যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ করছেন মর্কেল।
গত শুক্রবার এক চিকিৎসক মর্কেলের সঙ্গে দেখা করেন। জার্মান চ্যান্সেলরকে অন্য একটি ভাইরাসের টিকা দিতে গিয়েছিলেন ওই চিকিৎসক। বেশ কিছুক্ষণ মর্কেলের সংস্পর্শে ছিলেন তিনি। পরে জানা যায় ওই চিকিৎসক নিজেই করোনায় আক্রান্ত। এরপরই জার্মান চ্যান্সেলর নিজেকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেন।
[আরও পড়ুন: রিমোট ওয়ার্কিং’ মানে বাইরে আড্ডাবাজি নয়, সতর্ক করছেন প্রবাসী বাঙালিরা]
জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আপাতত নিজেকে জনবিচ্ছিন্ন রেখেছেন মর্কেল। নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তাঁর শরীরে মারক ভাইরাস বাসা বেঁধেছে কিনা নিশ্চিত করতে কয়েকদিন সময় লাগবে। তবে এখনও পর্যন্ত করোনার কোনও উপসর্গ তাঁর শরীরে দেখা যায়নি। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন তাঁকে। সরকারি কাজকর্ম বাড়ি থেকেই সারছেন চ্যান্সেলর।
[আরও পড়ুন: ‘টের পাচ্ছি, বিপদ কাকে বলে’, বলছেন করোনা কবলিত আমেরিকা প্রবাসী ভারতীয়]
সারা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা টপকে গিয়েছে ১৪ হাজার। ইটালিতে প্রতিদিনই কয়েক মিনিট অন্তর প্রাণ হারাচ্ছেন একজন করে মানুষ। ফ্রান্স, স্পেনেরও একই অবস্থা। মারক ভাইরাসের আতঙ্ক থেকে নিস্তার নেই রাষ্ট্র প্রধানদেরও। হোয়াইট হাউসেও হানা দিয়েছে করোনা। গত সপ্তাহেই নিজের পরীক্ষা করিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তাঁর শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মেলেনি। তবে একাধিক দেশের নেতামন্ত্রীরা এতে আক্রান্ত। তুলনায় জার্মানিতে এর প্রকোপ কম ছিল। কিন্তু চ্যান্সেলর কোয়ারেন্টাইনে চলে যাওয়াই জার্মানরাও অশনি সঙ্কেত দেখছে।
The post করোনা আতঙ্কে ত্রস্ত আরও এক রাষ্ট্রনেতা, কোয়ারেন্টাইনে জার্মান চ্যান্সেলর appeared first on Sangbad Pratidin.
