সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিরওয়ানি। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। আইসিসির এলিট প্যানেলে ছিলেন তিনি। জানা যাচ্ছে, পাকিস্তানে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু ঘটেছে শিরওয়ানির। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে জয় শাহের আইসিসি।
২০২০ সালে আফগানিস্তানের নানাগড়ে বোমা বিস্ফোরণ থেকে প্রাণে বেঁচেছিলেন শিরওয়ানি। তখন অবশ্য রটে গিয়েছিল যে, বিস্ফোরণে মৃত্যু ঘটেছে আফগান আম্পায়ারের। যেটা গুজব প্রমাণিত হয়। সূত্রের খবর, সম্প্রতি মেদ ঝরানোর চিকিৎসা করাতে পাকিস্তানে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মেদ ঝরানোর জন্য সার্জারি করানোর পর শারীরিক অবস্থার আচমকা অবনতি ঘটে। ৮ জুলাই শিরওয়ানি প্রয়াত হন।
আইসিসি চেয়ারম্যান জয় শাহর তরফ থেকে জানানো হয়েছে, 'শিরওয়ানি খুবই জনপ্রিয় আম্পায়ার ছিলেন। প্লেয়ারকে তাঁকে খুব সম্মান করত। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করতেন। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। খেলার প্রতি তাঁর বিরাট অবদান আছে। আমরা তাঁর অভাব অনুভব করব। শিরওয়ানির প্রয়াণে আমরা শোকাহত। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের জন্য আমাদের সমবেদনা রইল।' আফগানিস্তান ক্রিকেট বোর্ডও শোকবার্তা জানিয়েছে।
আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলে ছিলেন শিরওয়ানি। ২৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের একটি ওয়ানডে ম্যাচে তাঁর অভিষেক হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি শেষবার কোনও আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন। তাঁর পাঁচ ছেলে, সাত মেয়ে রয়েছে।
