shono
Advertisement
Arun Jaitley Stadium

ইডেনের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি, মেলে পেতেই শুরু তদন্ত

দেখার, পুলিশের জালে কেউ ধরা পড়েন কিনা।
Published By: Prasenjit DuttaPosted: 05:10 PM May 09, 2025Updated: 05:10 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে ম্যাচ চলাকালীন বোমা মেরে গোটা স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর জয়পুর স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে বলে আসে হুমকি মেল। শুক্রবার সকালে দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা মেল পান, অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে। দেরি না করে বিষয়টি জানানো হয় পুলিশকে। জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Advertisement

উড়ো আইডি'তে এই হুমকি মেল আসে বলে খবর। সেখানে বলা হয়, উড়িয়ে দেওয়া হবে অরুণ জেটলি স্টেডিয়াম। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ এই স্টেডিয়াম। ১১ মে এখানেই দিল্লির বিরুদ্ধে খেলার কথা ছিল গুজরাট টাইটান্সের। তাই ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন শুভমান গিলরা। যদিও এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ম্যাচটি আপাতত হচ্ছে না।

দিল্লি ক্রিকেট সংস্থার তরফে এই ইমেল পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। তারা সংবাদমাধ্যমকে জানায়, "আজ সকালে আমরা হুমকি মেল পেয়েছিলাম। যা ইতিমধ্যেই পুলিশকে ফরওয়ার্ড করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। গোটা স্টেডিয়ামও পরিদর্শন করে গিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বঙ্গ ক্রিকেট সংস্থার অফিসিয়াল ইমেল আইডিতে একটি অজ্ঞাতপরিচয় ইমেল আসে। তাতে দাবি করা হয়, আজ নাইটদের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বোমা হামলা হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ নিয়ে কোনও উদাসীনতা দেখাতে চায়নি সিএবি। দ্রুত পুলিশ আধিকারিকদের সেই ইমেলের খবর জানান সিএবি কর্তারা। যদিও তাতে অযথা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেয়নি সিএবি বা কলকাতা পুলিশ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে।" এখন দেখার, সব মিলিয়ে তিনটি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি কাণ্ডে পুলিশের জালে কেউ ধরা পড়েন কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে ম্যাচ চলাকালীন বোমা মেরে গোটা স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
  • এরপর জয়পুর স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে বলে আসে হুমকি মেল।
  • শুক্রবার সকালে দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা মেল পান, অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে।
Advertisement