সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজের (Ashes 2025-26) দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্যে এগোচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে ৫১১ রানের পাহাড় গড়ে অজি বাহিনী। ১৭৭ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৩৪। বেন স্টোকসের দল এখনও পিছিয়ে ৪৩ রানে।
প্রথম দিন পালটা বাজবল খেলে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেটে ৩৭৮। ৪৪ রানে এগিয়ে স্টিভ স্মিথের দল। ব্রিসবেনে দ্বিতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন মাইকেল নেসের (১৬)। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৬৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হন। এরপর মিচেল স্টার্ক ১৪১ বলে ৭৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
বল হাতে ৭৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এবার দলের প্রয়োজনে ব্যাট হাতেও রুখে দাঁড়ালেন। বলা চলে তাঁর ইনিংসের সৌজন্যেই ৫০০-র গণ্ডি টপকাল ইংল্যান্ড। ২১ রানে অপরাজিত থাকলেন স্কট বোল্যান্ড। শেষে নেমে ব্রেন্ডন ডগেট ইংল্যান্ডের স্কোর শিটে যোগ করলেন ১৩ রান। ৫১১ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসের শুরুটা বাজবল মেজাজেই করে ইংল্যান্ড। ওভার পিছু ছয়ের উপরে রান তুলছিল তারা। অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন বোল্যান্ড। ১৫ রানে ফেরেন বেন ডাকেট। এরপর ইংল্যান্ডের ইনিংসকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জ্যাক ক্রলি (৪৪) এবং অলি পোপ (২৬)। তবে নেসেরের স্পেলে ইংল্যান্ডের ভিতটাই টলে যায়। ১ উইকেটে ৯০ রান থেকে ইংল্যান্ড এখন ৬ উইকেটে ১৩৪ রানে। অপরাজিত রয়েছেন স্টোকস এবং জ্যাকস। স্টার্ক, নেসের এবং বোল্যান্ড দু'টি করে উইকেট ভাগ করে নিয়েছেন। যা পরিস্থিতি, তাতে চতুর্থ দিনেই জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া।
