সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের পাশে বড় প্রশ্নচিহ্ন। প্রতিটি ম্যাচই যেন অগ্নিপরীক্ষা। পারফর্ম না করলেই বাদ পড়ার ঝুঁকি! এসবের মধ্যেই আরও একবার নিজের মহানতা প্রমাণ করে দিলেন রোহিত শর্মা। চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক ছুঁলেন হিটম্যান। সার্বিকভাবে ১৪ তম ব্যাটার হিসাবে তিনি ২০ হাজারে পৌঁছলেন। তাঁর আগে এই কীর্তি গড়েছেন শচীন তেণ্ডুলকর, রোহিতের সতীর্থ বিরাট কোহলি। এবং রাহুল দ্রাবিড়।
মাত্র ৫৩৮ ইনিংসে, ৪২-এর বেশি গড় রেখে এই মাইলফলকে পৌঁছে গেলেন হিটম্যান। ২০ হাজার রানে যারা পৌঁছেছেন স্ট্রাইক রেটের নিরিখে তাঁদের কেউই হিটম্যানের ধারেকাছে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টা সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের। যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক। এছাড়াও সাদা বলের ক্রিকেটে বহু অনন্য রেকর্ডের মালিক তিনি। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের জন্য রোহিতের দরকার ছিল ৩৩ রান। সেটা তিনি অনায়াসেই তুলে ফেলেন। কেরিয়ারের সায়াহ্নে এসে এই সাফল্য রোহিতকে স্থায়ীভাবে ভারতের মহানতম ব্যাটারদের তালিকায় বসিয়ে দিল তাতে সংশয় নেই।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক শচীন তেণ্ডুলকর। মোট ৭৮২ ইনিংসে তাঁর সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। বিরাট কোহলি ৬২২ ইনিংসে করেছেন ২৭৯১০ রান। তিনি এখনও খেলছেন। রাহুল দ্রাবিড় ৫৯৯ ইনিংসে করেছেন ২৪ হাজার ৬৪ রান। তারপরই রোহিত শর্মা ৫৩৮ ইনিংসে ২০ হাজার বেশি রানের মালিক হলেন।
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে রোহিত। ক্রিকেট জীবনে প্রায় সবকিছুই পেয়েছেন তিনি। জেতেননি শুধু ৫০ ওভারের বিশ্বকাপ। সেই আক্ষেপ ২০২৭-এ মেটাতে চান। কিন্তু ততদিন তাঁকে দলে রাখা হবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। যদিও এই মুহূর্তে তাঁর যা পারফরম্যান্স, তাতে বাদ পড়ার প্রশ্নই আসছে না।
