সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ তারিখ থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামার আগে ভারতীয় দলের জন্য সুখবর। শুভমন গিলকে খেলার অনুমতি দিলেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। সুতরাং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলার ব্যাপারে আর কোনও ধোঁয়াশা রইল না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের।
ইডেনে মাত্র তিন বল খেলে মাঠ ছেড়েছিলেন। তারপর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেছিলেন। এরই মধ্যে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা হয় বুধবার। শর্তসাপেক্ষে দলে রাখা হয় শুভমান গিলকে।
তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন কি না, তা নির্ভর করছিল মেডিক্যাল টিমের ছাড়পত্রের উপর। অবশেষে কাঙ্ক্ষিত ছাড়পত্র পেয়ে গেলেন তিনি। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, "শুভমান খুব ভালোভাবে রিহ্যাব করেছে। ও এখন তিন ফরম্যাটে খেলার জন্য পুরোপুরি তৈরি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার অনুমতি দেওয়া হয়েছে ওকে।"
উল্লেখ্য, শুভমানের জন্য রুটিন তৈরি করেছিলেন মেরুদণ্ড বিশেষজ্ঞ চিকিৎসক অভয় নেনে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দল। সেই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। জানা গিয়েছে, গিল মুম্বইতে ফিজিওথেরাপি সেশনে অংশ নিয়েছিলেন। তবে এবার বিসিসিআইয়ের ফিজিও কমলেশ জৈন, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু ও স্পোর্টস ডিরেক্টর ডক্টর চার্লসরা সমস্ত দিক খতিয়ে দেখে খেলা অনুমতি দিয়েছেন শুভমানকে।
