সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় তাঁকে উঠতি তারকা হিসাবে দেখা হত। কিন্তু এখন আর তিনি জাতীয় দলে জায়গা পান না। গৌতম গম্ভীরের দলে রিয়ান পরাগ 'ব্রাত্য'। তবে দলে না থাকলেও অসমের এই ক্রিকেটার মনে করিয়ে দিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি তিনি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের নেতৃত্বে রয়েছেন তিনি। বিদর্ভ ম্যাচের পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রিয়ান বলেন, "আমি ভারতীয় দলে খেলার যোগ্য। সেই আত্মবিশ্বাস আমার রয়েছে। জানি যে, কাঁধের চোটের কারণে বাদ পড়েছিলাম। এখন আর জাতীয় দলে খেলছি না। কিন্তু সাদা বলের দুই ফরম্যাটে খেলার যোগ্যতা আমার রয়েছে। আমি এখন পুরোপুরি সুস্থ। আশা করি কোচ সেটা নজরে রেখেছে।"
একটা সময় খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে রিয়ানকে। সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি অনেকবার এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে খেলতে গত তিন থেকে চার বছরে অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু চোট সারিয়ে ফিরেছি। তাই নিজের শরীরের দিকে নজর রাখছি।" রিয়ানের কথায়, "গত বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে গড়ে ৪৫-৫০ রান করেছিলাম। তারপর আইপিএলে ১৪ ম্যাচে ৭০ রানও করতে পারিনি। বাথরুমে ঢুকে কাঁদতাম। ভাবতাম, আমার কী আরও অনুশীলন করা উচিত কি উচিত নয়। এও ভাবতাম যে, আমার ছুটিতে যাওয়া উচিত কি না।"
উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের নেতৃত্বে রয়েছেন রিয়ান। গত আইপিএলে ২৪ বছর বয়সি এই ক্রিকেটার ৮ ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। দলে যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও রিয়ানকেই অধিনায়ক বেছে নিয়েছিল রাজস্থান। এবারও কি আইপিএলে তিনি অধিনায়ক থাকবেন? সময়ই দেবে এর উত্তর। তবে তার আগে সাদা বলের ক্রিকেটের জন্য তিনি যে তৈরি, তা টিম ইন্ডিয়ার হেডকোচকে মনে করিয়ে দিলেন রিয়ান।
