সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে বঞ্চিতদের যে দীর্ঘ তালিকা তার মধ্যে যোগ্যতম সম্ভবত তিনিই। টেস্ট ক্রিকেটে যিনি বিশ্বের অন্যতম সেরা ওপেনার, তিনিই কিনা সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের প্রথম একাদশে সুযোগ পান না! এমনকী ভালো পারফরম্যান্সের পরও বাদ পড়তে হয়। এবার সেসব বঞ্চনার জবাব ব্যাট হাতেই দিলেজ যশস্বী জয়সওয়াল। ভাইজ্যাগে সেঞ্চুরি করে তিনি শুধু ভারতীয় দলের জয়ের পথ সুগম করলেন তাই নয়, একই সঙ্গে চাপ বাড়িয়ে দিলেন টিম ম্যানেজমেন্টেরও।
এমনিতে সাদা বলের ক্রিকেটে সেভাবে সুযোগ পান না তিনি। এ বারের সুযোগটাও এসেছিল পড়ে পাওয়া চোদ্দ আনার মতো। সিরিজের আগে অধিনায়ক শুভমান গিল চোট না পেলে হয়তো সেই বেঞ্চ গরম করেই কাটাতে হত। কিন্তু ভাগ্যক্রমে পাওয়া সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটা আরও একবার দেখিয়ে দিলেন তরুণ বাঁহাতি ওপেনার। সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় কিছুটা চাপ ছিল তাঁর উপর। কিন্তু সেই সব চাপ উড়িয়ে নিজের সেরাটা বার করে আনলেন যশস্বী। ওয়ানডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি হাঁকালেন তিনি।
প্রথম দুই ম্যাচে রান পাননি। এদিন তাই শুরুর দিকে স্বভাবসিদ্ধ ভাবে না খেলে একটু সামলে খেলেন যশস্বী। কিন্তু সেট হওয়ার পরই শুরু করেন প্রত্যাঘাত। শেষ পর্যন্ত ১২১ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের সেরাও হন তরুণ তুর্কি। সব মিলিয়ে মোট ১২টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তবে এ হেন সেঞ্চুরির পরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। পরের ম্যাচে অধিনায়ক গিল ফিরলে ফের যশস্বীর উপরই কোপ পড়বে না তো?
আপাতত সেসব ভাবছেন না যশস্বী। তবে তাঁর উপর চাপ যে ছিল, সেটা মেনে নিয়েছেন। ম্যাচের সেরা হয়ে বলছিলেন, "শেষ দুটি ম্যাচে ভালো শুরু করেও বড় ইনিংস গড়তে পারিনি। তাই ভাবছিলাম কীভাবে বড় রান করতে হবে। বহু আলোচনা করেছি। নিজের সঙ্গে কথা বলেছি। ভেবেছি কোনটা সিঙ্গেলের জন্য খেলব। কোনটা বড় শট খেলব।"
