shono
Advertisement
Australia Cricket Team

চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনে ব্যর্থ শ্রীলঙ্কার কাছে চুনকাম, মেগা টুর্নামেন্টের আগে চাপে অজিরা

এশিয়ার মাটিতে লজ্জার রেকর্ডও সঙ্গী হল অস্ট্রেলিয়ার।
Published By: Arpan DasPosted: 07:00 PM Feb 14, 2025Updated: 07:00 PM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রবল চাপে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচের দুটিতেই পরাস্ত হলেন স্টিভ স্মিথরা। অথচ এই শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতাই অর্জন করতে পারেনি। তাদের কাছে অজিরা দ্বিতীয় ম্যাচে হেরে গেল ১৭৪ রানে।

Advertisement

প্রথম ম্যাচে চরিথ আসালঙ্কারা জিতেছিলেন ৪৯ রানে। দ্বিতীয় ম্যাচে দাপট বজায় রাখলেন কুশল মেন্ডিসরা। এমনিতেই চোট-আঘাতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেই স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড, পেস ত্রয়ী। আচমকা অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার কাছে চুনকাম হল অজিরা।

প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা। শুরুতে পাথুম নিসঙ্কার উইকেট হারালেও ঝড় তোলেন কুশল। যোগ্য সঙ্গ দেন নিশান মাদুষ্কা। তিনি ৭০ বলে করেন ৫১ রান। অন্যদিকে ১১৫ বলে ১০১ রান করেন কুশল। মারেন ১১টি চার। তিনি ফিরে গেলে লঙ্কা বাহিনীর ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক চরিথ আসলাঙ্কা। ৬৬ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে জানিথ লিয়ানাগে ২১ বলে ৩২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান দাঁড়ায় ২৮১।

জবাবে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভ স্মিথ করেন ২৯ রান। জস ইংলিশের ২২ ও ট্র্যাভিস হেডের ১৮ ছাড়া কারও রান ১০-র উপরে ওঠেনি। ওয়েল্লালাগে নেন ৪টি উইকেট। অন্যদিকে হাসারঙ্গা ও আসিথা ফার্নান্দোর শিকার তিনটি করে উইকেট। মাত্র ২৪.২ ওভারে শেষ হয়ে যায় স্মিথদের ইনিংস। এশিয়ার মাটিতে ওয়ানডেতে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। সেই সঙ্গে ২-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রবল চাপে অস্ট্রেলিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রবল চাপে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচের দুটিতেই পরাস্ত হলেন স্টিভ স্মিথরা।
  • অথচ এই শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতাই অর্জন করতে পারেনি।
  • তাদের কাছে অজিরা দ্বিতীয় ম্যাচে হেরে গেল ১৭৪ রানে।
Advertisement