সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে অভিষেক। কেরিয়ারে খেলেছেন মাত্র একটি টেস্ট। কিন্তু তাতেই ক্রিকেট কেরিয়ার থামিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার উইল পুকোভস্কি। কারণ বারবার কনকাশন। চিকিৎসকদের পরামর্শে বাধ্য হয়েই অবসর নিলেন ২৭ বছর বয়সি অজি ওপেনার।

২০২১ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৭২ রান। প্রথম শ্রেণির ৩৬টি ম্যাচও খেলেছেন। তার মধ্যে সাতটি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি আছে। কিন্তু ২৭ বছরেই অবসর নিতে বাধ্য হলেন পুকোভস্কি। মাথায় বারবার চোট লাগায় কনকাশনে ভুগেছেন তিনি। যার শেষ ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বোলারের বাউন্সার তাঁর হেলমেটে আঘাত করে। তারপর থেকে আর মাঠে ফেরেননি।
১৮ বছর বয়সে প্রথম কনকাশনের ঘটনা ঘটে পুকোভস্কির সঙ্গে। তারপর মোট ১২বার একই ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, "আমি আর কোনও ঝুঁকি নিতে চাই না। আমার মস্তিষ্ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক কিছু হয়তো অর্জন করতে পারতাম। কিন্তু ক্রিকেট ছেড়ে অন্তত একটা জিনিস পরিষ্কার, আর কনকাশনে ভুগতে হবে না।"
সেই কারণে ডাক্তারদের পরামর্শে ক্রিকেট ছাড়লেন পুকোভস্কি। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, "পরিস্থিতি আমার পক্ষে গেল না। আর কোনও দিন ক্রিকেট খেলব না। সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। সিডনিতে একটা সেঞ্চুরির পর আশা করেছিলাম, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বহু চেষ্টা করেও আর মাঠে ফেরা হচ্ছে না।" পুকোভস্কির প্রসঙ্গে অনেকে তুলে আনছেন ফিল হিউজের কথা। ২০১৪ সালে শন অ্যাবটের বাউন্সার মাথায় লেগে মৃত্যু ঘটে তাঁর।