সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হ্যাটট্রিক করে ফেলেছিলেন। কিন্তু সেই নজির ফস্কে গেল ক্যাপ্টেনের ভুলে। চোখের সামনে এমনটা দেখেও বিশ্বাস করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচে হ্যাটট্রিক হল না অক্ষর প্যাটেলের। আর তার জন্য দায়ী অধিনায়ক রোহিত শর্মা স্বয়ং।
ম্যাচের শুরু থেকেই পরপর উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মহম্মদ শামি এবং হর্ষিত রানার গতি সামলাতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। প্রথম ওভারেই আউট হয়ে যান ওপেনার সৌম্য সরকার। দ্বিতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ ওভারের মধ্যে পেসাররা তিন উইকেট তুলে নিয়ে বড়সড় ধাক্কা দেন বাংলাদেশকে।
তারপর নবম ওভারে অক্ষরের ভেলকি। দ্বিতীয় বলে তানজিদ হাসানকে আউট করেন। পরের বলেই গোল্ডেন ডাক মুশফিকুর রহিমের। হ্যাটট্রিকের গন্ধ পেয়ে দারুণ আগ্রাসী ফিল্ড সাজান অধিনায়ক রোহিত। প্রথম স্লিপে দাঁড়ান নিজেই। এছাড়াও ছিল দ্বিতীয় স্লিপ এবং লেগ স্লিপ। স্ট্রাইকে থাকা জাকের আলির ব্যাটের কাণা ছুঁয়ে সোজা প্রথম স্লিপের দিকে চলে যায় অক্ষরের ডেলিভারি। সহজ ক্যাচ ছিল রোহিতের জন্য।
বলটি লুফেও নিয়েছিলেন রোহিত। ক্যাচ হয়ে গিয়েছে বলে ধরে নিয়ে সেলিব্রেশন শুরু করেন অন্য ফিল্ডাররা। কিন্তু বলটি তালুবন্দি করে রাখতে পারেননি ভারত অধিনায়ক। ক্যাচ ফস্কানোর পর নিজের প্রতি হতাশা আটকে রাখতে পারেননি। মাঠে পরপর চাপড় মারতে থাকেন। পরে অক্ষরের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাঁকে। ওই ধাক্কা সামলে উঠে দারুণ কামব্যাক বাংলাদেশের। ক্রিজ কামড়ে পড়ে থেকে দলকে ১০০ রানের গণ্ডি পার করান জাকের এবং তৌহিদ হৃদয়।
