shono
Advertisement
Bangladesh Cricket Board

'ভারতবিদ্বেষী' নাজমুলকে বরখাস্ত নয় কেন? বিসিবির শোকজেও অনড় লিটনরা, বাংলাদেশে বন্ধ ঘরোয়া ক্রিকেট

ধৈর্যের বাঁধ ভাঙছে বাংলাদেশ ক্রিকেটারদের। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিমকে নিয়ে মহাবিতর্কিত মন্তব্য করে সে দেশের ক্রিকেট সমাজের চক্ষুশূল হয়েছিলেন নাজমুল। যা নিয়ে সরব হয়েছিলেন বর্তমান টিমের ক্রিকেটাররাও।
Published By: Subhajit MandalPosted: 12:35 PM Jan 15, 2026Updated: 01:56 PM Jan 15, 2026

বিতর্কিত ও ভারত বিদ্বেষী ডিরেক্টর নাজমুল ইসলামকে এখনও বরখাস্ত করেনি বিসিবি (Bangladesh Cricket Board)। যার ফলে বাংলাদেশ ক্রিকেটে অচলাবস্থাও কাটছে না। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে প্রথম বিভাগ লিগ। বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের বলও গড়াবে না বলেই খবর। যা পরিস্থিতি তাতে ভারত বিদ্বেষী ওই ডিরেক্টরকে আড়াল করতে গিয়ে গোটা দেশের ক্রিকেটটাকেই লাটে তুলে দেওয়ার পথে আমিনুল হক বুলবুলের বাংলাদেশ বোর্ড।

Advertisement

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিমকে নিয়ে মহাবিতর্কিত মন্তব্য করে সে দেশের ক্রিকেট সমাজের চক্ষুশূল হয়েছিলেন নাজমুল। যা নিয়ে সরব হয়েছিলেন বর্তমান টিমের ক্রিকেটাররাও। এবং সেখানেই ক্ষান্ত দেননি বাংলাদেশ বোর্ড ডিরেক্টর। বুধবার তিনি ফের বেফাঁস মন্তব্য করে বসেন। বলে দেন, একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে আহামরি কোনও ক্ষতি হবে না। আর কোটি-কোটি টাকা খরচ করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পরেও যদি তাঁরা কিছু না করতে পারেন, তখন কী হবে? ক্রিকেটারদের থেকে কি টাকা ফেরত চাওয়া হবে?

সেই মন্তব্যের পরই বাংলাদেশের ক্রিকেটারদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার সংস্থার প্রেসিডেন্ট মহম্মদ মিঠুন স্পষ্ট বলে দেন, নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করেন, তা হলে ক্রিকেটাররা কোনও ধরনের ক্রিকেটই খেলতে নামবেন না! রাতে ক্রিকেটারদের মান ভাঙানোর একটা চেষ্টা বিসিবি করেছিল। নাজমুলের বিতর্কিত মন্তব্যের পর দ্রুত একটা বিবৃতি জারি করে বাংলাদেশ বোর্ড। সেখানে বলা হয়, ‘উনি যা বলেছেন, তা অত্যন্ত দুঃখনজক, অসম্মানজনক। বাংলাদেশ বোর্ড যে মনোভাব নিয়ে চলে, তার সম্পূর্ণ পরিপন্থী। যদি সংস্থার কোনও ডিরেক্টর বিতর্কিত কোনও মন্তব্য করে থাকেন, তার দায় বোর্ড নেবে না। বোর্ডের মুখপত্র যতক্ষণ না কোনও বিবৃতি দিচ্ছেন, ততক্ষণ সেটা আমাদের সরকারি বয়ান নয়।’ বোর্ডের ৩ ডিরেক্টর ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন রাতেই। বোর্ডের তরফে বলা হয়, নাজমুলকে অর্থ বিভাগের যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এমনকী নাজমুলকে শোকজও করা হয়। কিন্তু তাতেও মন গলেনি বাংলাদেশ ক্রিকেটারদের।

আপাতত যা পরিস্থিতি তাতে বাংলাদেশে সবরকম ক্রিকেট বন্ধ। ক্রিকেটাররা নিজেদের অবস্থানে অনড়। নাজমুল ইসলামকে না সরালে তাঁরা মাঠে নামবেন না। ফলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এখন পুরোপুরি বন্ধ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বলও গড়াবে কিনা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement