সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার ছায়া। এবার আর কোনও অভিযোগ নয়। এবার গড়াপেটার অভিযোগ প্রমাণিত। সেই অভিযোগে, পাঁচ বছরের জন্য নির্বাসিত বাংলাদেশের মহিলা ক্রিকেটার সোহেলি আক্তার।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশি অফস্পিনারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ ওঠে। সেসময় বাংলাদেশেরই এক সংবাদমাধ্যম দুই ক্রিকেটারের টেলিফোনের কথপোকথন সম্প্রচার করে। ওই কথোপকথন অনুযায়ী লতা মণ্ডল নামের বাংলাদেশের আর এক মহিলা ক্রিকেটার সোহেলিকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেয়। অভিযোগ, সেই প্রস্তাব মেনে ম্যাচে ইচ্ছাকৃতভাবে খারাপ খেলেন সোহেলি।
আইসিসির তরফ থেকে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির কাছে সোহেলি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাঁকে মোট পাঁচ ধারায় অভিযুক্ত করা হয়েছে। এবং পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী পাঁচ বছর কোনওরকম পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।
এমনিতেই বিপিএল নিয়ে একের পর এক বিতর্কে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট। অভিযোগ উঠেছে, বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা মাইনে পাচ্ছেন না। এমনকি বাসচালকদেরও প্রাপ্য অর্থ দিতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল। বকেয়া আদায়ের দাবিতে ক্রিকেটারদের যাবতীয় জিনিসপত্র বাসে ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছেন বাসচালকও। তাতে বাংলাদেশ ক্রিকেটের যথেষ্ট নাক কাটা গিয়েছে। এবার মহিলা ক্রিকেটার যেভাবে গড়াপেটায় জড়িয়ে পড়লেন তাতে আরও অন্ধকারে ঢুবতে পারে বাংলাদেশের ক্রিকেট।
