সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এই প্রথমবার চ্যাম্পিয়নের পালক জুড়েছে টিম ইন্ডিয়ার মুকুটে। আর বছরের শেষেই বড়সড় পুরস্কার দেশের মহিলা ক্রিকেটারদের জন্য। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ছে মহিলা ক্রিকেটারদের। বছর শেষে এ যেন দেশের মহিলা ক্রিকেটারদের জন্য ক্রিসমাসের উপহার।
সোমবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে ঠিক হয়, বর্তমানে ঘরোয়া ক্রিকেটে মহিলারা যে ম্যাচ ফি পান, তার আড়াই গুণ বাড়ানো হবে। মহিলারা যাতে আরও বেশি করে ক্রিকেটকে পেশা হিসেবে গ্রহণ করেন, সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বর্তমানে একজন সিনিয়র মহিলা ক্রিকেটার ২০ হাজার টাকা ম্যাচ ফি পান। তা ৫০ হাজার পর্যন্ত বাড়তে পারে। নির্ভর করছে প্রথম একাদশে কারা আছেন, তার উপর।
তবে শুধু প্রথম একাদশের প্লেয়াররাই নন। নতুন নিয়মে স্কোয়াডে থাকলেও বেতন বাড়তে পারে। বর্তমানে স্কোয়াডে থাকলে ১০ হাজার টাকা করে পান ক্রিকেটাররা। সেটা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার টাকা। ঠিক একই ভাবে প্রথম একাদশে থাকা জুনিয়রদের বেতন ১০ হাজার, যা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার টাকা। তবে বর্তমানে রিজার্ভে থাকা জুনিয়রদের বেতন ৫০০০ হাজার টাকা। সেটা আড়াই গুণ বেড়ে হবে ১২,৫০০ টাকা। এটা অবশ্য পুরোটাই ওয়ানডে ক্রিকেটের টুর্নামেন্ট হিসেবে। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের ম্যাচ ফি তুলনায় কম। তবে সেটাও আড়াই গুণ বাড়বে।
এর আগে ২০২১ সালে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বেড়েছিল মহিলাদের। তখন সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে ১২৫০০ থেকে ২০ হাজার টাকা করা হয়েছিল। উল্লেখ্য, বিশ্বকাপ জেতার পর বিসিসিআই থেকে ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছিল ভারতীয় মহিলা দলকে।
