সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে হৃদয় ভেঙেছে গোটা দেশের। আশা জাগিয়েও আশা পূরণ হয়নি। আসল দিনে টিম ইন্ডিয়া প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাত্র ২৪০ রানের পুঁজি হাতে নিয়ে বল করতে নেমে ট্রাভিস হেডের কাছে হার মানতে হয় ভারতকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেন হারতে হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।
একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, বোর্ড সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা-সহ আরও কয়েকজন মিটিংয়ে উপস্থিত ছিলেন। রোহিত ছুটি কাটাতে চলে গিয়েছেন লন্ডনে। তিনিও ভিডিও কলের মাধ্যমে মিটিংয়ে যোগ দেন। বোর্ডের প্রশ্নের উত্তরে দ্রাবিড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচকে দোষারোপ করেন।
[আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে নেই শামি! বাংলার পেসারের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে IPL-এর উপর?]
ভারতের হেড কোচ যুক্তি দিয়ে বলেন, পিচ যতটা টার্ন করবে ভেবেছিল টিম ম্যানেজমেন্ট, ততটা বল ঘোরেনি। এটাই ভারতের হারের বড় কারণ হয়ে দাঁড়ায় বলে যুক্তি দেন দ্রাবিড়। ভারতের পরিকল্পনা নিয়েও জিজ্ঞাসা করা হয় বোর্ডের তরফে।
দ্রাবিড় জানান একই পরিকল্পনা অনুযায়ী বাকি ম্যাচগুলো খেলেছে টিম ইন্ডিয়া এবং সাফল্য পেয়েছে। কিন্তু আসল দিনেই পরিকল্পনা ঠিকঠাক খাটেনি। উলটে অস্ট্রেলিয়া পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ভারতের রান তাড়া করার সময়ে শুরুর দিকে তিন উইকেট হারালেও ট্রাভিস হেড একাই চিনের প্রাচীর হয়ে দাঁড়ান।
[আরও পড়ুন: তুমি কেমন করে শট মারো…, রিঙ্কুর সুইচ হিট দেখে মুগ্ধ সূর্যও]
