বিরাট কিছু অঘটন না হলে রনজি থেকে বোনাস পয়েন্ট-সহ ৭ পয়েন্টের হাতছানি বাংলার সামনে। মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমারদের গতির আগুনে ছারখার হয়ে গেল সার্ভিসেসের ব্যাটিং। বাংলার দেওয়া ৫১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সার্ভিসেস প্রথম ইনিংসে গুটিয়ে গেল ১৮৬ রানে। ফলোঅন খেয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের রান ৮ উইকেটে ২৩১। এখনও তারা ১০২ রানে পিছিয়ে।
সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম দিনই বাংলা ছিল চালকের আসনে। দ্বিতীয় দিনের শেষে রীতিমতো জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বঙ্গ ব্রিগেড। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের বিচারে, এই মুহূর্তে দেশের সেরা পেস অ্যাটাক রয়েছে বাংলার ঝুলিতে। ১২৬ রানে ৮ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সার্ভিসেস। শুরুতেই আদিত্য দীপক কুমারকে (৯) ফেরান সুরজ। এর পর নকুল শর্মা একক প্রচেষ্টায় সার্ভিসেসের রান ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সঙ্গীহীনতায় ভুগে শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থাকেন। ৪০ বল উইকেট কামড়ে থেকে আউট হন অমরজিৎ সিং (২)। সুরজ ৪, আকাশদীপ ৩, শামি ২ এবং শাহবাজ নেন ১ উইকেট।
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করছেন সুরজ। শামিও দুরন্ত ফর্মে রয়েছেন। আকাশ-মুকেশরাও ছন্দে। মরশুমে প্রথমবার চার পেসারকে একসঙ্গে পেয়েছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। ফলোঅন খাওয়া সার্ভিসেসের বিরুদ্ধে তাঁদের যা দাপট দেখা গেল, নিশ্চিতভাবেই তৃপ্তির ঢেকুর উঠবে বাংলার হেডস্যরের। আসলে ৩৩৩ রানে পিছিয়ে থাকার চাপ নেওয়াটা যে সহজ নয়, তা বাংলার আন্তর্জাতিক মানের পেসারদের সামনে হাড়ে হাড়ে টের পেয়েছেন সার্ভিসেস ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। দুই ওপেনার শুভম রোহিলা (০), গৌরব কোচার (৯) এবং রবি চৌহান (৮) সাততাড়াতাড়ি সাজঘরের রাস্তা দেখেন। শামির বলে তখন রীতিমতো ভিরমি খাচ্ছেন সার্ভিসেস ব্যাটাররা। সেখান থেকে মোহিত আহলাওয়াত (৬২) এবং রজত পালিওয়াল (৮৫)-এর সৌজন্যে লড়াইয়ে ফেরে তারা। তাঁদের জুটিতে ওঠে ১১৯ রান। মোহিতকে ফেরান মুকেশ কুমার। জমে যাওয়া রজতকে ফেরান শামি। এরপর ধসের সামনে পড়ে সার্ভিসেস। একটা সময় মনে হচ্ছিল, শনিবারই না শেষ হয়ে যায় ম্যাচ। তবে শেষে দিকে জয়ন্ত গোয়াট (১৬) এবং আদিত্য কুমার (২২) অপরাজিত থাকায় ম্যাচ গড়িয়েছে চতুর্থ দিনে। দ্বিতীয় ইনিংসে শামি নিয়েছেন ৫১ রানে ৫ উইকেট। মুকেশ কুমার ২ এবং সুরজ সিন্ধু জয়সওয়াল ১ উইকেট পেয়েছেন। সমর্থকদের আশা, রবিবার সকালের মধ্যেই সার্ভিসেসকে অলআউট করে ৭ পয়েন্ট ঘরে তুলবে অভিমন্যু ঈশ্বরণের দল।
