shono
Advertisement
Bengaluru

বেঙ্গালুরুতে সমর্থক-মৃত্যুতে সাসপেন্ড পুলিশ কমিশনার, গ্রেপ্তার হবেন আরসিবি কর্তারা!

কর্নাটকের রাজ্য ক্রিকেট কর্তাদেরও গ্রেপ্তারি নির্দেশ।
Published By: Biswadip DeyPosted: 11:13 PM Jun 05, 2025Updated: 11:13 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবির জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাসপেন্ড করলেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে। পাশাপাশি বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আরসিবির প্রতিনিধি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তাদের গ্রেপ্তার করার নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া।

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ''এটি একটি নজিরবিহীন ঘটনা যেখানে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৭ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের সকলকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।'' সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল ডি'কুনহার তত্ত্বাবধানে একটি কমিশনও গঠন করা হবে। সিদ্দারামাইয়া বলেছেন, ''আমরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি যে জড়িত সংস্থাগুলির প্রতিনিধিদের গ্রেপ্তার করা হবে কর্তব্যে অবহেলার অভিযোগে।''

প্রসঙ্গত, বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গেলেও সিদ্দারামাইয়ার দাবি সংখ্যাটা ৩৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কর্নাটক সরকার পদপিষ্ট হওয়ার ঘটনায় যে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সেই তদন্তের আওতায় আসছে আরসিবিও। তদন্তকারীদের প্রশ্ন, পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া পোস্টে কেন বিজয় মিছিলের কথা ঘোষণা করা হল? ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। তাতে অভিযুক্ত হিসাবে আরসিবি ও কেএসসিএ-র নাম উল্লিখিত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরসিবির জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাসপেন্ড করলেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে।
  • পাশাপাশি বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
  • আরসিবির প্রতিনিধি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তাদের গ্রেপ্তার করার নির্দেশও দিয়েছেন তিনি।
Advertisement