shono
Advertisement
RCB stampede deaths

'নিজেরা কৃতিত্ব চেয়েছিলেন, এখন কোহলিকে দোষারোপ কেন?', পদপিষ্ট কাণ্ডে বিরাটের পাশে বিজেপি

পদপিষ্ট কাণ্ডে কংগ্রেস সরকারকে বিঁধল বিজেপি।
Published By: Subhajit MandalPosted: 01:54 PM Jul 17, 2025Updated: 01:54 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডের সব দায় আরসিবির উপর চাপিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার। এমনকী ঘুরিয়ে বিরাট কোহলির নামও গোটা কাণ্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে এবার কংগ্রেসকে পালটা বিঁধল বিজেপি। গেরুয়া শিবিরের বিধায়ক তথা বিধানসভার উপ বিরোধী দলনেতা অরবিন্দ বেল্লাডের বক্তব্য, "আরসিবির জয়ের কৃতিত্ব নিতে চেয়েছিল সরকার। এখন বিপাকে পড়ে বিরাট কোহলিকে দায়ী করছে।

Advertisement

অরবিন্দ বেল্লাড বলছেন, "সেলিব্রেশনের জন্য শুধু যে আরসিবি লোক জড়ো করেছিল তেমন নয়। খোদ ডিকে শিবকুমার, সরকারি আধিকারিকরা এবং কংগ্রেসও ক্রিকেট ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে। সরকারি আধিকারিকরা টেলিভিশনে প্রকাশ্যে সমর্থকদের আহ্বান জানিয়েছেন।" তাঁর দাবি, সরকার চাইলেই ওই সেলিব্রেশন বন্ধ করা যেত।

কংগ্রেস সরকার ১৮ বছর বাদে আরসিবির ট্রফি জয়ের কৃতিত্বটা নিজেদের কৃতিত্ব হিসাবে দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন চাপে পড়ে ফ্র্যাঞ্চাইজিকে দোষ দিচ্ছে। এমনকী বিরাট কোহলির মতো তারকাকেও দোষী করা হচ্ছে।

উল্লেখ্য, হাই কোর্টে পদপিষ্টের ঘটনার রিপোর্ট জমা দিয়েছে কর্নাটক সরকার। প্রাথমিকভাবে সিদ্দারামাইয়ার সরকারের দাবি ছিল, ওই রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু হাই কোর্ট জানায়, এই তদন্তের রিপোর্ট গোপন রাখার কোনও কারণ বা আইনি বৈধতা নেই। হাই কোর্ট সেই রিপোর্ট জনসমক্ষে এনেছে। তাতে দেখা যাচ্ছে, কর্নাটক সরকার পুরো ঘটনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে। রিপোর্ট সব দায় চাপানো হয়েছে আরসিবির উপর। সরকারের দাবি, পুলিশ বা প্রশাসনের অনুমতি ছাড়াই এত বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সোশাল মিডিয়াতেও সেই নিয়ে পোস্ট করা হয়েছিল। যেহেতু সময় কম ছিল, তাই পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি। রিপোর্টে বলা হয়েছে, আরসিবির সোশাল মিডিয়ায় হ্যান্ডেলগুলিতে একের পর এক পোস্ট করে সমর্থকদের আমন্ত্রণ জানানো হয় চিন্নাস্বামীতে। সেই পোস্টগুলিতে বিরাট কোহলির ভিডিও-ও ছিল। তাতে বিরাটকেও দেখা গিয়েছে সমর্থকদের আমন্ত্রণ জানাতে। এ হেন জনপ্রিয় ক্রিকেটার সমর্থকদের আমন্ত্রণ জানানোটাও ভিড়ের অন্যতম কারণ। সব মিলিয়ে আরসিবির পোস্টগুলিতে ৪৪ লক্ষ ভিউ হয়েছিল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডের সব দায় আরসিবির উপর চাপিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার।
  • এমনকী ঘুরিয়ে বিরাট কোহলির নামও গোটা কাণ্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে।
  • যা নিয়ে এবার কংগ্রেসকে পালটা বিঁধল বিজেপি।
Advertisement