shono
Advertisement
Border Gavaskar trophy

বুমরাহ-সিরাজদের পালটা মার, দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া

গতি আর বাউন্সে ভারতকে কাবু করার ছক কষেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই চালে চেকমেট হয়ে গেলেন প্যাট কামিন্সরাই। প্রথম ইনিংসে ভারতকে টপকে যেতে এখনও ৮৩ রান চাই মিচেল স্টার্কদের।
Published By: Anwesha AdhikaryPosted: 03:32 PM Nov 22, 2024Updated: 04:52 PM Nov 22, 2024

ভারত (প্রথম ইনিংস): ১৫০ (নীতীশ ৪১, পন্থ ৩৭, হ্যাজেলউড ৪/২৯)

Advertisement

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৬৭/৭ (কেরি ১৯*, বুমরাহ ৪/১৭, সিরাজ ২/১৭) 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতি আর বাউন্সে ভারতকে কাবু করার ছক কষেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই চালে চেকমেট হয়ে গেলেন প্যাট কামিন্সরাই। পারথ টেস্টের (Border Gavaskar Trophy) প্রথম দিনের শেষে সাতজন অজি ব্যাটার ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। স্কোরবোর্ডে মাত্র ৬৭ রান তুলে কার্যত ধুঁকছে অজি ব্রিগেড। প্রথম ইনিংসে ভারতকে টপকে যেতে এখনও ৮৩ রান চাই মিচেল স্টার্কদের। 

অজি পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৪১ রান আসে নীতিশ রেড্ডির ব্যাট থেকে। একাই চার উইকেট তুলে নিয়ে ভারতের টপ এবং মিডল অর্ডারে ধাক্কা দেন জশ হ্যাজেলউড। দুটি করে উইকেট যায় বাকি তিন অজি পেসারের ঝুলিতে। সবমিলিয়ে, পারথের গতি আর বাউন্সে ভারতকে ধরাশায়ী করার পরিকল্পনা সফল হয় অজিদের।

কিন্তু অজি অস্ত্রেই অস্ট্রেলিয়াকে পালটা মার দিল ভার‍ত। অধিনায়ক জশপ্রীত বুমরাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুরন্ত বোলিং করলেন মহম্মদ সিরাজ এবং এদিন প্রথম টেস্ট খেলতে নামা হর্ষিত রানা। তিনজন মিলে ২৭ ওভার বল করেন। তাতেই তুলে নিয়েছেন বিপক্ষের সাত উইকেট। ২০ রানও টপকাতে পারেননি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটার।

ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল জশপ্রীত বুমরাহ। ১০ ওভার বল করে ৪ উইকেট পেয়েছেন তিনি। দুটি উইকেট পেয়েছেন সিরাজ। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে 'ভারতের ত্রাস' ট্র্যাভিস হেডের উইকেট তুলে নিয়েছেন হর্ষিত রানা। ইতিহাস বলছে, ভারতের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ৮৩। সেই লজ্জার নজির এড়াতে এখনও ১৬ রান দরকার কামিন্সদের। প্রথম ইনিংস ভারতের রান টপকাতে ৮৩ চাই অস্ট্রেলিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অজি পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৪১ রান আসে নীতিশ রেড্ডির ব্যাট থেকে।
  • অধিনায়ক জশপ্রীত বুমরাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুরন্ত বোলিং করলেন মহম্মদ সিরাজ এবং এদিন প্রথম টেস্ট খেলতে নামা হর্ষিত রানা।
  • ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল জশপ্রীত বুমরাহ। ১০ ওভার বল করে ৪ উইকেট পেয়েছেন তিনি।
Advertisement