shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

গাব্বার বোলিং ব্যর্থতায় একা কুম্ভ বুমরাহ, কপিল দেবকে ছাপিয়ে গড়লেন নয়া রেকর্ডও

কে এরকম দুরবস্থা ভারতীয় বোলিংয়ের? প্রশ্ন তুলছেন রবি শাস্ত্রী।
Published By: Arpan DasPosted: 04:44 PM Dec 15, 2024Updated: 07:02 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড আর জশপ্রীত বুমরাহ। এ যেন ক্রমশ সমার্থক হয়ে উঠছে। ওয়ানডে, টি-টোয়েন্টি হোক বা টেস্ট ক্রিকেট, দেশের মাটিতে হোক বা দেশের বাইরে। বুমরাহ কখনও ভারতের শক্তি, কখনও বা রক্ষাকর্তা। ব্রিসবেনে ভারতীয় বোলিংয়ের দুরবস্থার মধ্যে একা কুম্ভ বুমরাহ। গাব্বায় ৫ জন অজি ব্যাটারকে ফিরিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙলেন তিনি।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার রান ৪০৫। বুমরাহ ফিরিয়ে দিয়েছেন উসমান খোয়াজা, ন্যাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড ও মিচেল মার্শকে। সেখানে মহম্মদ সিরাজ শেষবেলায় পেয়েছেন ১টি উইকেট। নীতীশ রেড্ডির শিকার লাবুশেন। আর খালি হাতে থাকতে হয়েছে আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজাকে।

অর্থাৎ বোলিং ব্যর্থতার মধ্যে ভরসার নাম জশপ্রীত বুমরাহ। ৫ উইকেট নিয়ে সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৮ বার ইনিংসে ৫ উইকেট পেলেন বুমরাহ। কপিল দেবের ছিল ৭টি ৫ উইকেটের ইনিংস। এশিয়ার বাইরে ১০বার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ। সেখানেও ছাপিয়ে গিয়েছেন কপিলকে। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার তালিকায় প্রথম দশেও রয়েছেন বুমরাহ।

কিন্তু এই সাফল্যের মধ্যে চিন্তার মেঘও থাকছে। বুমরাহ ছাড়া ভারতীয় বোলিংকে টানবে কে? সেই প্রশ্ন তুললেন রবি শাস্ত্রীও। তিনি বলেন, "বাকিরা রান বিলিয়ে যাচ্ছে। বুমরাহ সবই ঠিকঠাক করছে। কিন্তু বাকিদের দিকে তাকালে প্রশ্ন উঠবে, 'এরা কি আদৌ উইকেট তুলতে পারবে?' যেমন হেড অফসাইডে রান তুলছে। ওর জন্য লাইন ঠিক করো। এভাবে চারের পর চার খেতে থাকলে অধিনায়কেরও কিছু করার থাকে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেকর্ড আর জশপ্রীত বুমরাহ। এ যেন ক্রমশ সমার্থক হয়ে উঠছে।
  • ওয়ানডে, টি-টোয়েন্টি হোক বা টেস্ট ক্রিকেট, দেশের মাটিতে হোক বা দেশের বাইরে।
  • বুমরাহ কখনও ভারতের শক্তি, কখনও বা রক্ষাকর্তা। ব্রিসবেনে ভারতীয় বোলিংয়ের দুরবস্থার মধ্যে একা কুম্ভ বুমরাহ।
Advertisement