shono
Advertisement
Cricket Australia

'টেস্ট ক্রিকেট খেলতে গেলেই দেউলিয়া...', অ্যাশেজের আগে বিস্ফোরক অজি বোর্ডের CEO

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক সুর অজি ক্রিকেট কর্তার গলায়।
Published By: Anwesha AdhikaryPosted: 07:57 PM Aug 13, 2025Updated: 07:57 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটের জন্য দেশগুলি দেউলিয়া হয়ে যাবে! বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। দিনকয়েক পরেই ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক সুর অজি ক্রিকেট কর্তার গলায়।

Advertisement

মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই শোনা যায়, বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটে। টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। আগামী দিনে পাঁচদিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে চারদিনে। বছরদুয়েকের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্টে তুলে ধরা হয়, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে এবং সময়ও অনেক বেশি লাগে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। কিন্তু টেস্টের দৈর্ঘ্য যদি কমানো যায় তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে। খানিকটা সেরকম কথাই বলেছেন টড। তাঁর কথায়, "যদি সব দেশকে টেস্ট খেলতে বাধ্য করা হয় তাহলে দেশগুলি তো দেউলিয়া হয়ে যাবে।"

টডের মতে, কম সংখ্যায় টেস্ট খেলাটা আসলে ক্রিকেটের পক্ষে ভালো। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে যেসব জায়গাগুলি লাভজনক, সেখানেই বিনিয়োগ করা উচিৎ। আধুনিক যুগে ক্রিকেটের যা পরিস্থিতি, তাতে টেস্ট ক্রিকেটের সংখ্যা কমলেই ফরম্যাটের কৌলিন্য বজায় থাকবে, মত টডের। এছাড়াও টেস্টর জন্য টু-টায়ার সিস্টেমের পক্ষেও সওয়াল করেছেন অজি ক্রিকেট কর্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই শোনা যায়, বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটে।
  • বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্টে তুলে ধরা হয়, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে এবং সময়ও অনেক বেশি লাগে।
  • আধুনিক যুগে ক্রিকেটের যা পরিস্থিতি, তাতে টেস্ট ক্রিকেটের সংখ্যা কমলেই ফরম্যাটের কৌলিন্য বজায় থাকবে, মত টডের।
Advertisement