shono
Advertisement
Cricket League

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই চ্যাম্পিয়ন নাইটরা, রানার্স ক্যাপিটালস!

খেলার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 
Published By: Prasenjit DuttaPosted: 02:44 PM May 16, 2025Updated: 03:23 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন হল নাইট রাইডার্স। কি তাজ্জব হচ্ছেন? ভাবছেন যে, দ্বিতীয় দফার আইপিএল তো শুরুই হল না। তার আগে কীভাবে চ্যাম্পিয়ন নাইটরা! ঘটনা অনেকটা এমনই। গারদের পিছনেও যেন আস্ত 'আইপিএল'-এর সাক্ষী থাকল খেলার দুনিয়া। শুনতে অবাক লাগলেও সত্য যে, উত্তরপ্রদেশের মথুরার এক কারাগার প্রাঙ্গণে চালু হয়েছে জেল প্রিমিয়ার লিগ।

Advertisement

এমন লিগ চালু করার পিছনে যুক্তি হল জেলবন্দিদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা। খেলাধুলার মাধ্যমে যাতে তাদের মানসিকতার উন্নতি হয়, সেই কারণে উদ্যোগী হয়েছে মথুরা সংশোধনাগার কর্তৃপক্ষ। জেল প্রিমিয়ার লিগ আয়োজনের মূল লক্ষ্য ছিল কারাগারের 'দেওয়াল ঘেরা' জীবনে বন্দিদের মুক্ত বাতাস এনে দেওয়া।

জেল সুপারিনটেনডেন্ট অংশুমান গর্গ বলেন, "এই লিগ দেওয়াল ঘেরা জীবনে বন্দিদের জন্য মুক্ত বাতাস এনে দেবে। এটি কেবল খেলা নয়, এটি আশার জয়। আত্মবিশ্বাসের দৌড়। মাঠ একই, কিন্তু খেলোয়াড়রা বদলে গিয়েছে।" ইতিমধ্যেই জেল প্রিমিয়ার লিগের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

জেল প্রিমিয়ার লিগ চলতি বছর এপ্রিলে শুরু হয়েছিল। মথুরা কারাগারের বিভিন্ন ব্যারাক থেকে মোট ৮টি দল গঠন হয়। চারটি দলকে দু'টি গ্রুপে ভাগ করে খেলানো হয়। এর মধ্যে ছিল ১২টি লিগ ম্যাচ এবং দু'টি সেমিফাইনাল। ফাইনালে ওঠে ক্যাপিটালস এবং নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন হয় নাইটরা।

ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার পায় কৌশল নামের এক বন্দি। বেগুনি এবং গোলাপি টুপি জয়ী হয় পঙ্কজ এবং ভুরা। দুই বন্দির নাচের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়। চেনা ছকের বাইরে গিয়ে কারাগার কর্তৃপক্ষের এমন উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গারদের পিছনেও যেন আস্ত 'আইপিএল'-এর সাক্ষী থাকল খেলার দুনিয়া।
  • শুনতে অবাক লাগলেও সত্য যে, উত্তরপ্রদেশের মথুরার এক কারাগার প্রাঙ্গণে চালু হয়েছে জেল প্রিমিয়ার লিগ।
  • এমন লিগ চালু করার পিছনে যুক্তি হল জেলবন্দিদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা।
Advertisement