shono
Advertisement

Breaking News

Champions Trophy 2025

দুবাইয়ে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত? ভেন্যু বিতর্কে সমালোচকদের ধুয়ে দিলেন গম্ভীর

শুরু থেকেই ভারতের দুবাইয়ে টানা খেলা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে।
Published By: Subhajit MandalPosted: 10:53 AM Mar 05, 2025Updated: 10:53 AM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বিতর্কে এই প্রথমবার সরাসরি মুখ খুলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খোদ কোচ গৌতম গম্ভীর নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিয়ে গেলেন। বুঝিয়ে দিলেন, দুবাইয়ে এক বিন্দুও বাড়তি সুবিধা ভারত পাচ্ছে না। বরং, টিম ইন্ডিয়ার যা সাফল্য সবটাই পরিকল্পিত ক্রিকেট খেলার ফল।

Advertisement

শুরু থেকেই ভারতের দুবাইয়ে টানা খেলা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। বলা হচ্ছে, ভারত নাকি এতে বাড়তি সুবিধে পাচ্ছে। ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক মাইকেল আথার্টন এবং নাসের হুসেন তো সরাসরি বলেই দিয়েছেন মেগা টুর্নামেন্টে অন্যায় সুবিধা পাচ্ছে ভারত। হয়তো পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত। এই অযাচিত আলোচনায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে বেশ অখুশি সেটা বোঝা গেল গম্ভীরের কথায়।

মঙ্গলবার ম্যাচ শেষে এক ভিনদেশি এক সাংবাদিক গম্ভীরকে প্রশ্ন করেন করেন, আপনারা জানতেন যে, দুবাইয়ে খেলা। তাই ঠিক করে নিয়েছিলেন, পাঁচজন স্পিনার নিয়ে এসে বিপক্ষকে স্পিন জালে আটকে দেবেন। প্রশ্নের উত্তর এল একেবারে গনগনে মেজাজে। গম্ভীর বলেন, "প্রথমত, এটি আমাদের কাছ ততটাই নিরপেক্ষ কেন্দ্র, যতটা বাকিদের কাছে। আমরা শেষ কবে দুবাইয়ে টুর্নামেন্ট খেলেছি, মনে করতে পারছি না। আর সুবিধের কথা বলছেন। আমাদের টিম কি একদিনের জন্যও এই স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে। সব প্র্যাকটিস সেশন হয়েছে আইসিসির আকাডেমির মাঠে। যেখানকার সঙ্গে এই স্টেডিয়ামের পরিবেশের একশে আশি ডিগ্রি তফাত। সেখানকার উইকেট আর এখানকার উইকেটের মধ্যে আকাশপাতাল পার্থক্য।"

পাঁচ স্পিনার প্রশ্নেরও সপাট জবাব গম্ভীরের। ভারতীয় কোচ বলছেন, "পাঁচ স্পিনারের কথা কেন বলা হচ্ছে, সেটাই বুঝতে পারছি না। তিনজন অলরাউন্ডার। দু'জন ফ্রন্টলাইন স্পিনার নিয়ে খেলতে এসেছি। পাকিস্তানে খেলতে গেলেও আমরা তাই করতাম।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বিতর্কে এই প্রথমবার সরাসরি মুখ খুলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
  • খোদ কোচ গৌতম গম্ভীর নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিয়ে গেলেন।
  • বুঝিয়ে দিলেন, দুবাইয়ে এক বিন্দুও বাড়তি সুবিধা ভারত পাচ্ছে না।
Advertisement