সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সংকট ঝুলেই রইল। এদিন ফের স্থগিত হয়ে গেল আইসিসির বৈঠক। এদিনই আইসিসির চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান জয় শাহ। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ফের আইসিসির বৈঠক হতে পারে ৭ ডিসেম্বর। আশা করা যাচ্ছে, ওইদিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অবশ্য এই প্রথম নয়। এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বৈঠক পিছিয়ে গিয়েছিল। তখনও অবশ্য জয় শাহ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাননি। কিন্তু গত শনিবার ফের বৈঠক হয়। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একাধিক শর্ত দেয় পাকিস্তান। ভারত যে পাকভূমে যাবে না, সেটা তো ইতিমধ্যেই পরিষ্কার। সেক্ষেত্রে বিকল্প বলতে ছিল, হাইব্রিড মডেল। তাতে আবার আপত্তি পাকিস্তানের। কিন্তু আইসিসির চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতে হয়েছে পিসিবিকে।
কিন্তু সেই সঙ্গে কয়েকটি শর্তও রেখেছে তারা। কী সেই শর্ত? যদি ভারত সেমিফাইনাল পর্যন্ত না যায়, তাহলে বাকি ম্যাচ লাহোর থেকে সরানো যাবে না। নতুবা ভারত দুবাইয়ে খেলবে। সেক্ষেত্রে গ্রুপ স্টেজ ও নকআউটের ম্যাচ দুবাইয়েই নামবেন রোহিতরা। এর সঙ্গে রয়েছে আরও একটি দাবি। তাদের বক্তব্য, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত।
কিন্তু এই শর্তগুলো বিসিসিআই পুরোপুরি মানতে নারাজ। ফলে জট কেটেও কাটেনি। তার সমাধানসূত্র খুঁজতে ফের মিটিংয়ে বসেছিল আইসিসি। তাতেও কাজের কাজ হয়নি। তবে জানা যাচ্ছে, হাইব্রিড মডেলে রাজি হওয়ার জন্য আইসিসি চাপ বাড়াচ্ছে পাকিস্তানের উপর। চরম হুঁশিয়ারি জানানো হয়েছে আশা করে হচ্ছে, পাক বোর্ড দ্রুত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সেই অনুযায়ী ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। আর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে।