shono
Advertisement
India vs Pakistan

দুবাইয়ে ভোগাবে বরুণদেবের 'গুগলি'? স্পিন অস্ত্রে প্রথম দলে ঢোকার সম্ভাবনা ভারতের বরুণেরও

ভারত-পাকিস্তানের মহারণে কি বাদ সাধবে বৃষ্টি?
Published By: Arpan DasPosted: 10:33 AM Feb 23, 2025Updated: 10:49 AM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগের বিস্ফোরণের অপেক্ষা। ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ২২ গজের যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়ছে দুদেশের ক্রিকেটভক্তদের মধ্যে।  ভারত-পাকিস্তানের মহারণে কি বাদ সাধবে বৃষ্টি? পিচই বা কেমন হবে? বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দল নিয়েই নামবে টিম ইন্ডিয়া, নাকি বদল আসবে দলে?

Advertisement

আগের দিনই সাংবাদিক সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, দুবাইয়ের মাঠে শিশির নেই। ফলে ভারতও চাইবে প্রথমে ব্যাট করে বড় রান তুলতে। অনুমান উইকেটে গতি থাকবে না। ফলে মাঝের ওভারগুলোতে যারা স্ট্রাইক রোটেট করে রান তুলতে পারবে তারাই লাভবান হবে।

এমনিতে দুবাইয়ের পিচে ব্যাটার-বোলার, উভয়েই সাহায্য পায়। কিন্তু পরিবেশ আচমকা বদলে যেতে পারে। বিশেষ করে দিন-রাতের ম্যাচে পিচ পরের দিকে শুকনো হয়ে যাচ্ছে। ফলে মাঝের ওভারে স্পিন বোলিং কার্যকরী হয়ে উঠতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছিল, স্পিনাররা সাহায্য পাচ্ছে। রবিবাসরীয় যুদ্ধেও ছবিটা একই রকম থাকবে। আর সেখানেই প্রশ্ন। কুলদীপ না বরুণ? আগের ম্যাচে দুরন্ত জয়ের মধ্যে কাঁটা কুলদীপের উইকেট না পাওয়া। সেক্ষেত্রে বরুণকে পরীক্ষা করে দেখতেই পারেন গম্ভীর। ঠিক যেরকম ঘটেছিল ইংল্যান্ডের সিরিজে। এছাড়া ভারতীয় দলে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

নেই বৃষ্টির সম্ভাবনাও। কিছুদিন আগে সামান্য বৃষ্টিপাত হলেও আপাতত সেই সম্ভাবনা নেই। তবে দুপুরের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে ম্যাচ ঘিরে দুদেশেই উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মহম্মদ শামি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আবেগের বিস্ফোরণের অপেক্ষা। ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।
  • ২২ গজের যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়ছে দুদেশের ক্রিকেটভক্তদের মধ্যে।
  • কিছুদিন আগে সামান্য বৃষ্টিপাত হলেও আপাতত সেই সম্ভাবনা নেই।
Advertisement