সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোয়ার অর্ডারে ভারতকে ভরসা দিয়েছেন তিনি। শুধু ব্যাট হাতে নয়, বর্তমানে ভারতের প্রধান উইকেটকিপার কেএল রাহুল। ঋষভ পন্থকে টপকে 'প্রথম' স্থান পাওয়ার জন্য কম পরিশ্রম করতে হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশনকে সেই কথা মনে করিয়ে দিলেন রাহুল।

বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের স্পিন অস্ত্রে সজ্জিত ভারত। দুবাইয়ে বল ঘুরেছে। কতটা 'মজা' পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পিছনে থেকে? রাহুলকে প্রশ্ন করেন বুমরাহর স্ত্রী তথা সঞ্চালিকা সঞ্জনা গণেশন। তার উত্তরে রাহুল জানান, বিষয়টা একেবারেই মজার ছিল না।
ভারতের উইকেটকিপার বলেন, "বিষয়টা মজার ছিল না, সঞ্জনা। আমাকে অন্তত ২০০-২৫০বার স্কোয়াট করতে হত, যখন স্পিনাররা বল করত।" সেটাই বুঝিয়ে দেয়, কীভাবে রাহুল প্রস্তুতি নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ঋষভকে টপকে যে তাঁকে প্রধান উইকেটকিপারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও পালন করেছেন তিনি। এমনকী আইসিসি নির্বাচিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও দস্তানা হাতে উঠেছে রাহুলের।
সেই সঙ্গে রাহুল বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার থেকে ভালো অনুভূতি আর কিছু হয় না। আমার একমাত্র লক্ষ্য, যত বেশি সম্ভব ট্রফি জেতা। ঈশ্বর আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন। আমি যখনই সুযোগ পাব, চাইব দলকে সাহায্য করতে। সব সময় হয়তো হবে না। কিন্তু এটাই খেলার সৌন্দর্য্য। বিনয়ী থেকে পরিশ্রম করে যেতে চাই। আমার হয়ে কথা বলবে ব্যাট। সারা বছর পরিশ্রম করে এই সাফল্য সত্যিই আলাদা।"