সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে লাগাতার এই অভিযোগ উঠেছে। ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা, একাধিক ক্রিকেটার এই নিয়ে সরব। যদিও মেন ইন ব্লুর কোচ গৌতম গম্ভীর সাফ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এবার সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান থেকে দুবাই সফর করতে হচ্ছে। তাতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। সমালোচনায় সরব ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন থেকে বর্তমান ক্রিকেটার জস বাটলার। কিন্তু সেই সব শুনে হাসি পাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের। তাঁর সাফ বক্তব্য, সমালোচকদের মেনে নেওয়া উচিত, ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, "যখন সাংবাদিক সম্মেলনে আমাদের কোচ, ক্যাপ্টেনকে 'বাড়তি সুবিধা' নিয়ে প্রশ্ন করা হয়, তখন হাসি পায়। ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা এক জায়গায় সব ম্যাচ খেলেছিল। তবু ফাইনালে উঠতে পারেনি। সবার মেনে নেওয়া উচিত ভারত খুব ভালো ক্রিকেট খেলছে এবং সেই জন্যই ফাইনালে খেলছে। ভারত শেষবার দুবাইয়ে খেলেছিল কোভিডের সময়। তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সবাই খেলেছে।"
ইংল্যান্ডকে খোঁচা দিয়ে অশ্বিনের সংযোজন, "একটা দল ভারতের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে। তারপর পিচ নিয়ে একটা গল্প তৈরি করেছে। আমাদের প্লেয়ারদের দিকে কাদা ছুড়ছে। অনেক ভারতীয়, এই গল্পের ফাঁদে পা দিচ্ছেন। দয়া করে, এই গল্পে বিশ্বাস করবেন না।" তবে সব শেষে আশঙ্কার কথাও শোনাচ্ছেন তিনি। অশ্বিন বলছেন, "আমার খুব একটা ভালো লাগছে না। আমার মন বলছে, নিউজিল্যান্ড আমাদের ধাক্কা দিতে পারে।"
