shono
Advertisement
Rohit Sharma

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ব্যাটে রানখরা! ঘুরিয়ে গম্ভীরের রণকৌশলকে দুষছেন গাভাসকর

উপায়ও খুঁজে দিচ্ছেন গাভাসকর।
Published By: Arpan DasPosted: 04:05 PM Mar 07, 2025Updated: 04:05 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত উঠে গেলেও, একটা প্রশ্ন এখনও ভাবাচ্ছে। এই টুর্নামেন্টে রোহিতের ব্যাটে সেই আগুন দেখা যায়নি। অথচ প্রতি ম্যাচেই বিধ্বংসী শুরু করছেন। তারপরই ছন্দপতন হচ্ছে। অতি আক্রমণাত্মক মেজাজের জন্যই কি বড় ইনিংস খেলতে পারছেন না রোহিত? সেই প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। জানালেন, কী করা উচিত ভারত অধিনায়কের।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছিলেন হিটম্যান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর রান যথাক্রমে ৪১, ২০, ১৫, ২৮। যা দেখে সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি প্রশ্ন তুলছেন, এই ধরনের অতি আগ্রাসী ইনিংসের সারবত্তা কি? যেখানে তাড়াতাড়ি রোহিত আউট হয়ে যাচ্ছেন। গাভাসকরের প্রশ্নের মুখে গৌতম গম্ভীর-সহ টিম ম্যানেজমেন্টও।

তিনি বলছেন, "গত দুবছর ধরে রোহিতের ব্যাটিংয়ে এই জিনিসটা দেখছি। ২০২৩-র বিশ্বকাপ থেকে এই ফর্মুলা মানতে শুরু করেছে। তাতে সাফল্য ঠিকই, কিন্তু সেটা ওর প্রতিভার উপযোগী নয়। ওর মতো শট কজন প্লেয়ারের হাতে আছে? রোহিত যখন এরকম ইনিংস খেলে, তখন দেখতে ভালো লাগে, দর্শকরা খুশি হয়। কিন্তু আমি কথা বলছি দলের দৃষ্টিভঙ্গি থেকে। যদি ও ২৫ ওভার ব্যাট করে, তাহলে রানটা ১৮০-২০০ হয়ে যাবে। তারপর যদি হাতে উইকেট থাকে, রানটা অনায়াসে ৩৫০ হয়ে যাবে।"

এখানেই থামেননি গাভাসকর। ভারতের অধিনায়ককে তিনি বলছেন, "এটা নিয়ে রোহিতেরও ভাবা উচিত। মাঠে গিয়ে আগ্রাসী ক্রিকেট খেলা এক ব্যাপার। কিন্তু ওর নিজের উচিত ২৫-৩০ ওভার পর্যন্ত ব্যাট করা। যদি সেটা করতে পারে, তাহলে বিপক্ষের থেকে অনায়াসে ম্যাচ হাতের বাইরে নিয়ে চলে যাবে। রোহিতের কাছে আমার প্রশ্ন, এই ২৫-৩০ রান করে কি তুমি খুশি? তোমার সেটা হওয়া উচিত নয়। তাই আমার ওকে পরামর্শ, ওই ৭-৮-৯ ওভার ব্যাট করার বদলে ২৫ ওভার খেলো। যাতে দলের ইনিংসে তোমার গুরুত্ব আরও বেশি থাকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত উঠে গেলেও, একটা প্রশ্ন এখনও ভাবাচ্ছে।
  • এই টুর্নামেন্টে রোহিতের ব্যাটে সেই আগুন দেখা যায়নি।
  • অথচ প্রতি ম্যাচেই বিধ্বংসী শুরু করছেন। তারপরই ছন্দপতন হচ্ছে।
Advertisement