আলাপন সাহা, দুবাই: ফর্মে ফিরতে মরিয়া বিরাট কোহলি। আর সেই জন্য পাখির চোখ করছেন পাকিস্তান ম্যাচকে। যে কারণে দলের তিন ঘণ্টা আগে অনুশীলনে হাজির হলেন কোহলি। সেখানে তিনি মুখোমুখি হন সংযুক্ত আরব আমিরশাহীর ২৫জন সেরা পেসারদের। বোঝাই যাচ্ছে, শাহিন শাহ আফ্রিদির মোকাবিলা করার জন্য বাড়তি প্রস্তুতি বিরাটের।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে হাফসেঞ্চুরির পর আশা করা গিয়েছিল, হয়তো পুরনো কোহলিকে দেখা যাবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেই আশা বাস্তব রূপ পায়নি। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ২২ রানে আউট হন তিনি। পাক ম্যাচেই কি দেখা যাবে 'কিং' কোহলির রাজকীয় ইনিংস? তার জন্য তেতে রয়েছেন তিনি।
ভারতীয় দলের অনুশীলন শুরু স্থানীয় সময় দুপুর একটায়। কিন্তু দেখা গেল, তিন ঘণ্টা আগেই এসে উপস্থিত হয়েছেন কোহলি। সঙ্গে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। আরব আমিরশাহীর সেরা ২৫ জনের বিরুদ্ধে মহড়া সারলেন কোহলি। ডানহাতি ও বাঁহাতি, দুধরনের পেসারই ছিলেন সেই তালিকায়। প্রায় দেড় ঘণ্টা অনুশীলন চলল। এটা পরিষ্কার যে, শাহিন আফ্রিদিদের বিরুদ্ধে কোনও রকম ফাঁক রাখতে চান না তিনি। আর পাকিস্তান ম্যাচে যদি রান করতে পারেন, তাহলে কিন্তু সমস্ত সমালোচনা বন্ধ করে দেওয়া যাবে।
এমনিতে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড খুবই ভালো। সামনে রয়েছে ওয়ানডেতে ১৪০০০ রানে পৌঁছনোর হাতছানি। আর মাত্র ১৫ রান করলেই সেই মাইলফলকে পৌঁছে যাবেন। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ১৬টি ওয়ানডে ম্যাচে ৬৭৮ রান করেছেন। রয়েছে তিনটি সেঞ্চুরি। রবিবারই কি সেই রেকর্ড গড়তে পারবেন তিনি?
