সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা কম, কাজ বেশি। ওয়াসিম আক্রম, শোয়েব আখতারদের পরামর্শ দিয়েছিলেন যুবরাজ সিংয়ের বাবা। যোগরাজ সিং বলেছিলেন, পাকিস্তান ক্রিকেটের শুধু সমালোচনা না করে, মাঠে নেমে কাজ করা উচিত তারকাদের। এই দাবির পালটা দিলেন আক্রম।
২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে পাঁচদিনেই বাইরে। টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। বাবর-রিজওয়ানদের সমালোচনায় মুখর প্রাক্তন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের কাছে পরাজয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরদের পারফরম্যান্স দেখে হতাশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। সেটা আবার পছন্দ হয়নি যোগরাজের। তাঁর বক্তব্য ছিল আক্রমদের কথা কম বলে মাঠে নেমে কাজ করা উচিত।
এবার তার পালটা দিলেন আক্রম। সেই সঙ্গে তুলে ধরলেন পাক ক্রিকেটের বর্তমান অবস্থাও। তিনি বলেন, "লোকজন আমাকে নিয়ে লাগাতার সমালোচনা করছে। কিংবা বলছে, আমি কথা বলা ছাড়া কিছুই করি না। কিন্তু পাকিস্তানের কোচেদের অবস্থা দেখেছেন? ওয়াকার ইউনিসকে কোচ করার পর একাধিকবার বরখাস্ত করা হয়েছে। আসলে আপনারাই বড্ড অসভ্য। এটা আমি একেবারেই সহ্য করব না।"
পাকিস্তানে কোচ বদল প্রায় নিয়মিত ঘটনা। কোনও টুর্নামেন্টে ব্যর্থ হলেই কোচকে বরখাস্ত করাই যেন একমাত্র রাস্তা পাক বোর্ডের। গ্যারি কার্স্টেন, জেসন গিলেসপিদের মতো বিদেশি কোচও 'বিরক্তি'সহ দায়িত্ব ছেড়েছেন। সেসব নিয়েই সরব হয়েছিলেন আক্রমরা। যার বিরুদ্ধে তোপ দেগে যুবির বাবা বলেছিলেন, "ওয়াসিম আক্রমের মতো বড় ক্রিকেটাররা খালি কথা বলে যাচ্ছে। আর আশেপাশের লোকজন হাসছে। যান, নিজেদের দেশে ফিরে গিয়ে ক্যাম্প আয়োজন করুন।" এমনকী যোগরাজ বলেছিলেন, তিনি দায়িত্ব নিলে পাক ক্রিকেটের চেহারা এক বছরের মধ্যে বদলে দেবেন।
