সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকঘণ্টা আগে ম্যাচ খেলেছেন। তারপর আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিজোরামের তারকা ক্রিকেটার কে লালরেমরুয়াতা। নিজের রাজ্য দলের হয়ে রনজি ট্রফি খেলেছেন তিনি। প্রতিনিধিত্ব করেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। মাত্র ৩৮ বছর বয়সে থেমে গেল তাঁর জীবন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আইজলে ম্যাচ খেলতে নেমেছিলেন লালরেমরুয়াতা। খেলা চলাকালীন তিনি আচমকাই লুটিয়ে পড়েন। পরে বোঝা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কয়েকঘণ্টার মধ্যেই লালরেমরুয়াতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে (Cricketer Died) মিজোরাম ক্রিকেটে শোকের ছায়া। দুঃখপ্রকাশ করে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়।
লালরেমরুয়াতা দীর্ঘদিন ধরে মিজোরাম ক্রিকেটের সঙ্গে যুক্ত। দু'বার রাজ্য দলের হয়ে রনজি ট্রফি খেলেছেন। সাতবার অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এছাড়াও স্থানীয় ক্লাবগুলির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। নিজে খেলার পাশাপাশি আগামী দিনের জন্য প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতেও সক্রিয় ভূমিকা ছিল লালরেমরুয়াতার। জীবনের শেষ দিন পর্যন্ত খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশনের স্ক্রিনিং টুর্নামেন্টে খেলেছেন তিনি। ভেঙ্ঘনুআই রেডার্স ক্লাবের হয়ে জীবনের শেষ ম্যাচ খেলেন।
উল্লেখ্য, সম্প্রতি খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্রিকেটারদের মৃত্যুর ঘটনা লাফিয়ে বেড়েছে। মাসদুয়েক আগেই উত্তরপ্রদেশের মোরাদাবাদে শেষ বল করে দলকে ম্যাচ জিতিয়েই মাঠে লুটিয়ে পড়েন আহমের খান নামের এক বোলার। মাঠেই মৃত্যু হয় তাঁর। গত জুলাই মাসে পাঞ্জাবের হর্জিৎ সিং বিরাট ছক্কা মারার পর আচমকা হৃদরোগে আক্রান্ত হন। মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এবার সেই দুর্ভাগ্যজনক ক্রিকেটারদের তালিকায় জুড়ে গেল লালরেমরুয়াতার নামও।
